HomeWest BengalCovid 19 : রাজ্যে ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ল বিধিনিষেধের মেয়াদ

Covid 19 : রাজ্যে ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ল বিধিনিষেধের মেয়াদ

- Advertisement -

বাড়ল বিধিনিষেধের সময়সীমা। ৩১ জানুয়ারি পর্যন্ত করোনা গাইডলাইন মেনে চলা বাধ্যতামূলক থাকবে পশ্চিমবঙ্গে। শনিবার বিকালে সরকারের পক্ষ থেকে করা হয়েছে এই ঘোষণা।

কোভিড বিধি বহাল থাকলেও শিথিল করা হচ্ছে কিছু নিয়ম। যেমন ছাড় দেওয়া হয়েছে বিয়েবাড়িতে উপস্থিত ব্যক্তি সংখ্যার ওপর। আগের নির্দেশিকায় বলা হয়েছিল, বিয়েবাড়িতে ৫০ জনের বেশি একসঙ্গে হাজির থাকতে পারবেন না। এই নিয়মে বদল আনা হয়েছে। শনিবার প্রকাশিত নয়া নির্দেশিকায় ৫০ জনের বদলে ২০০ জনের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

   

মেলা আয়োজনের ক্ষেত্রেও নমনীয় মনোভাব দেখিয়েছে সরকার। মেলা আয়োজন করা যেতে পারে। তবে তা কোভিড বিধি মেনে। বইপ্রেমীদের জন্য যা সুখবর। কারণ সামনেই বইমেল হওয়ার কথা রয়েছে।

কিছু ক্ষেত্রে বহাল আগের সিদ্ধান্ত। যেমন, নাইট কার্ফু জারি থাকবে। রাতের শেষ লোকাল স্টেশন থেকে ছেড়ে যাবে ১০ টার সময়। স্কুল, কলেজ, পঠনপাঠন নিয়ে কিছু বলা হয়নি আজ। অর্থাৎ ৩১ জানুয়ারি পর্যন্ত খুলছে না স্কুল, কলেজ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular