Kalyan Banerjee: ‘শ্রীরামপুর নতুন সাংসদ চায়’, গদি টলমল কল্যাণের

আবারও শিরোনামে তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাংসদকে লক্ষ্য করে করা ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর। ফেসবুক পোস্ট দেখে ইতিমধ্যে প্রশ্ন…

আবারও শিরোনামে তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাংসদকে লক্ষ্য করে করা ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর। ফেসবুক পোস্ট দেখে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু হয়েছে যে তৃণমূলের অন্দরে কি এবার গৃহযুদ্ধ শুরু হল?

কী আছে পোস্টে? পোস্টটিতে লেখা রয়েছে ‘শ্রীরামপুর নতুন সাংসদ চায়’।

এদিকে সাংসদের বিরুদ্ধে এই ফেসবুক পোস্টার ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। এই ফেসবুক পোস্টটি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডায়মন্ডহারবার মডেল’ প্রসঙ্গে সরব হয়েছিলেন কল্যাণ। তাঁর বিরুদ্ধে পালটা সরব হন তৃণমূলের কুণাল ঘোষ এবং সাংসদ অপরূপা পোদ্দার। প্রকাশ্যে আসে তৃণমূলের অন্দরের তরজা। যদিও ভোটের আবহে এই নিয়ে দল যাতে অস্বস্তিতে আরও না পড়ে সেজন্য উদ্যোগ নিয়েছে রাজ্যের শাসক দলের শীর্ষ নেতারা। গতকাল কুণাল ঘোষের কড়া ‘চ্যাপ্টার ক্লোজড’ পোস্টের জন্য অনেকে ধরে নিয়েছিলেন যে এবার হয়তো দ্বন্দ্ব। কিন্তু তা যে থামেনি তা বলাই চলে।

তবে এসবের এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ‘শ্রীরামপুর নতুন সাংসদ চায়’ বলে শুরু হয়েছে প্রচার। এদিকে শুক্রবার রাতে এই পোস্ট শেয়ার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়ও। পোস্টের সঙ্গে জুড়েছেন বিশেষ বার্তাও। আকাশ লেখেন, ‘নিজেকে হাস্যস্পদ না করে আশেপাশে ঘটে চলা পরিবর্তন সম্মানের সঙ্গে মেনে নিন।’ যদিও এখানে সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা নেই। বিশিষ্ট মহলের ধারণা, এবার দলেও ‘খেলা’ শুরু হয়েছে।

সম্প্রতি কল্যাণবাবু নিজের ফেসবুক পোস্টে লেখেন, ‘মানুষ থেকেই মানুষ আসে, বিরুদ্ধতার ভিড় বাড়ায় ; আমরা মানুষ, তোমরা মানুষ তফাৎ শুধু শিরদাঁড়ায়।’ তাঁর এহেন পোস্টের পরেই রাজনৈতিক তরজা যেন আরও এক নতুন মাত্রা পেয়েছে।