Jalpaiguri: ধূপগুড়ি উপনির্বাচনের আগেই ব্যালট বিতর্কিত বিডিও বদল

BDO office Dhupguri

জলপাইগুড়ি (Jalpaiguri) ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের দিন ঘোষণা হয়েছে। প্রার্থী ঘোষণা করে প্রচার শুরু করেছে রাজনৈতিক দলগুলি। এর মাঝে বদলে গেল ধূপগুড়ির বিডিও। বৃহস্পতিবার নবান্নের তরফে বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, শঙ্খদীপ দাস আর ধূপগুড়ির বিডিও থাকছেন না।

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনে ব্যালট বিতর্কে জড়িয়েছিলেন শঙ্খদীপ দাস। ভোটের ঠিক আগে তার বদলির অর্ডার আসায় বেড়েছে জল্পনা। প্রশাসনের দাবি, এটি রুটিন বদলি বলেই।

   

শঙ্খদীপ দাসকে বিডিও পদ থেকে সরিয়ে পাঠানো হল জলপাইগুড়ি ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেকটর পদে। আর সেই পদ থেকে সরিয়ে ধূপগুড়ির বিডিও পদে আনা হল জয়ন্ত রায়কে। আগামী ৫ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। ৮ সেপ্টেম্বর হবে ফল প্রকাশ।

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচন ঘিরে একগুচ্ছ মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে, তার মধ্যে একটি মামলা করেছিলেন শাকোয়াঝোরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্যতম প্রার্থী শাহনাজ পারভীন। ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে থেকে কীভাবে ৪৭ টি ব্যালট উদ্ধার হল, তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল বিডিও-কে। শুধু তাই নয়, আরও অভিযোগ ছিল, মোট ২৮৯ টি ব্যালটে ভোট গ্রহণ হওয়া সত্ত্বেও গণনার সময় দেখা যায় ২৯৬টি।

বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে চলা শুনানিতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। বিডিও শঙ্খদীপ দাস দাবি করেছিলেন যে, পরে বাক্সে ঢোকাবেন বলেই নিজেই নাকি সরিয়ে রেখেছিলেন ব্যালট। সেই মামলা চলছে হাইকোর্টে। এবার বিডিও পদ থেকে সরানো হল শঙ্খদীপ দাসকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন