দিল্লি-পুনে বিমানে বোমাতঙ্ক

শুক্রবার সকালে দিল্লি-পুনে বিমানে বোমাতঙ্ক (bomb threat)। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে যে জিএমআর কল সেন্টারে (GMR call…

শুক্রবার সকালে দিল্লি-পুনে বিমানে বোমাতঙ্ক (bomb threat)। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে যে জিএমআর কল সেন্টারে (GMR call centre) দিল্লি-পুনে ভিস্তারার বিমানে (Delhi-Pune Vistara flight) বোমা থাকার সতর্কবানী আসে। জানা গিয়েছে এই তথ্য পাওয়ার পরই তৎপর হয়ে ওঠে সকলেই। এই মুহূর্তে (প্রতিবেদন প্রকাশের সময়) দিল্লি বিমানবন্দরের একটি বিচ্ছিন্ন জায়গায় (isolation bay) নিয়ে গিয়ে বিমানটির পরীক্ষা করা হচ্ছে। 

অপর দিকে সংবাদসংস্থা পিটিআই থেকে জানা যাচ্ছে সকাল ৭:৩০ নাগাদ যখন বর্ডিং প্রক্রিয়া চলছিল তখনই এই বোমার হুমকি আসে। সমস্ত যাত্রী এবং তাদের লাগেজ নিরাপদে বিমান থেকে নামানো হয়েছে। ভিস্তারার মুখপাত্র আরও জানিয়েছেন, “ইতিমধ্যে, আমরা আমাদের গ্রাহকদের খাবার দেওয়া সহ তাদের অসুবিধা কমানোর জন্য সমস্ত প্রচেষ্টা করছি।“

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যক্তি এক জাতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “যাত্রীরা শান্ত রয়েছেন এবং কেবিন ক্রুরা পানীয় এবং জলখাবার দিয়ে তাদের যত্ন নিচ্ছেন। কর্তৃপক্ষের কাছ থেকে সবুজ সঙ্কেত পেলেই ফ্লাইটটি পুনের উদ্দেশ্যে রওনা দেবে।“