পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলা করল রাজ্য। আগামীকাল এই মামলার শুনানি।
নির্বাচনী নথি বিকৃত করার অভিযোগে গতকাল সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। পঞ্চায়েত ভোটের আগের দিন এই মামলায় সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট।
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। নথি বিকৃত করার অভিযোগ সরকারি আধিকারিকের বিরুদ্ধে। সেই কারণে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, ৭ জুলাই সিবিআইকে আদালতে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। আদালত জানিয়েছে, সরকারি আধিকারিকের বিরুদ্ধে নথি বিকৃতি করার অভিযোগ রয়েছে। সেই কারণে রাজ্য সরকারকে এই তদন্তের ভার দেওয়া উচিত হবে না।
উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতে মনোনয়ন পর্বে গোটা রাজ্যজুড়ে অশান্তির ছবি দেখা গেছে। পঞ্চায়েত ভোট করাতে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে