
রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক। যাদের উপর ভরসা করে সাধারণ মানুষ নিশ্চিন্তে থাকতে চায় সেই পুলিশ কর্মী ধর্ষণে অভিযুক্ত।
সম্প্রতি কলকাতায় চলন্ত অটোতে মূক ও বধির নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগে গ্রেফতার হয়েছে কলকাতা পুলিশের এক কনস্টেবল।
শুক্রবার স্কুলের ড্রেস কিনতে মায়ের সাথে বেরিয়েছিল এই নাবালিকা। অভিযোগ, চলন্ত অটোতে নাবালিকাকে যৌন নিগ্রহ করে কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবল দেবু মন্ডল।
তার বিরুদ্ধে প্রথমে নির্যাতিতার পরিবার উল্টোডাঙ্গা থানায় অভিযোগ জানান। এরপর নির্যাতিতাকে নিয়ে মানিকতলা থানায় যায় উল্টোডাঙ্গা থানার পুলিশ। দায়ের করা হয় অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে কনস্টেবলকে গ্রেফতার করা হয়।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










