HomeWest BengalUttar Dinajpur: বাংলায় চলছে মৃত্যুমিছিল! বোমার আঘাতে মৃত্যু কংগ্রেস কর্মীর

Uttar Dinajpur: বাংলায় চলছে মৃত্যুমিছিল! বোমার আঘাতে মৃত্যু কংগ্রেস কর্মীর

- Advertisement -

শনিবার পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে অব্যহত ভোট সন্ত্রাস। একের পর এক মৃত্যু। একের পর এক লাশ! এবার ঘটনাস্থল উত্তর দিনাজপুরের গোয়ালপোখর।

উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে মৃত্যু হল এক কংগ্রেস কর্মীর। মৃত ব্যক্তির নাম জামিরুদ্দিন। ঘটনাটি ঘটেছে সাহাপুর দুই গ্রাম পঞ্চায়েতের জাগিরবস্তি নয়া হাট এলাকায়। জানা গিয়েছে, বোমার আঘাতে মৃত্যু হয় কংগ্রেস কর্মী জামিরুদ্দিনের। এই নিয়ে সন্ধ্যা পর্যন্ত ভোটের বলি ১৪ জন।

   

শনিবার সকাল থেকে দিকে দিকে শুধু সন্ত্রাসের ছবি। ভোট উৎসব কে কেন্দ্র করে শুধু হয়েছে ভোটের উৎ’শব’। মনোনয়ন জমা দেওয়ার দিন থেকে নিয়ে মোট ৩৪ জন প্রাণ হারিয়েছেন এখনও অবধি। ভয়াবহ সন্ত্রাসে রাজ্যে শুধুই মৃত্যুমিছিল। এই আবহে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকায় উঠছে প্রশ্ন। এবার এই বিষয়ে মুখ খুললেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। কী বললেন তিনি?

রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা কার্যত মেনে নিয়েছেন যে এই পঞ্চায়েত নির্বাচনকে শান্তিপূর্ণ বলা সম্ভব নয়। তিনি বললেন, ‘অপরাধ ঘটলে প্রথমে মামলা দায়ের হয়। তার পর তদন্ত এবং গ্রেফতারি। আশাকরি পুলিশ ব্যবস্থা নেবে।”

কমিশনারকে এই নির্বাচন কি শান্তিপূর্ণ বলা সম্ভব জিজ্ঞাসা করলে তিনি প্রশ্নের উত্তরে বলেন, ‘গন্ডগোল, অশান্তির খবর এসেছে। মানুষ নিজের মতামতের নিরিখে অভিযোগ জানান। সেগুলি খতিয়ে দেখতে হবে। সবকিছু শান্তিপূর্ণ হয়েছে বলা সম্ভব নয়। আবার শুধু অশান্তিই হয়েছে, এমনই বলা যায় না।‘

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular