FC Goa: আইএসএলে এই স্প্যানিশ স্ট্রাইকারকে দলে টানল গোয়া

আগত ফুটবল মরশুমের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই নিজেদের মতো করে দল সাজাতে শুরু করে দিয়েছে প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি। এক্ষেত্রে অনেক আগে থেকেই সক্রিয় হয়ে উঠেছিল বেঙ্গালুরু এফসি ও এফসি গোয়ার (FC Goa) মতো দল।

Carlos Martinez

আগত ফুটবল মরশুমের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই নিজেদের মতো করে দল সাজাতে শুরু করে দিয়েছে প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি। এক্ষেত্রে অনেক আগে থেকেই সক্রিয় হয়ে উঠেছিল বেঙ্গালুরু এফসি ও এফসি গোয়ার (FC Goa) মতো দল। একদিকে প্রবীর থেকে শুরু করে রয়কৃষ্ণাদের মতো তারকাদের আগেই ছেড়ে দিয়েছিল সাইমনের বেঙ্গালুরু।

তাদের বদলে নতুন করে দল গঠনের কাজ চালাচ্ছে এই আইএসএল জয়ী দল। অপরদিকে নিজেদের পুরোনো কোচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে হায়দরাবাদ এফসির আইএসএল জয়ী কোচ মানালো মার্কুজের সঙ্গে চুক্তি করেছে এই দল। পাশাপাশি এডু বেদিয়া থেকে শুরু করে হার্নান সান্তানার মতো তারকাদের কে রিলিজ দিয়ে নতুন করে দল সাজানো হচ্ছে তাদের তরফে।

সেইমতো বেশ কয়েকদিন আগেই সকলকে চমকে দিয়ে বেঙ্গালুরু এফসির তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান কে দলে টেনেছে এফসি গোয়া।তার আসার দরুন গোয়ার রক্ষনভাগ যে আরও মজবুত হবে তা কিন্তু বলাই চলে। কিন্তু সেখানেই শেষ নয়। এবার বিদেশি নির্বাচন করার ক্ষেত্রে ও বিশেষ দক্ষতার ইঙ্গিত মিলেছিল তাদের ম্যানেজমেন্টের তরফ থেকে। সেইমতো স্প্যানিশ লিগে খেলে আসা একাধিক মিডফিল্ডারদের সঙ্গে ও নাকি কথাবার্তা এগিয়ে নিয়ে গিয়েছিল ম্যানেজমেন্ট। যাদের মধ্যে অনেকেই আসতে রাজি রয়েছেন। তবে এখনো পর্যন্ত নাকি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি তাদের তরফে।

এসবের মাঝেই এবার নতুন মরশুমের জন্য নয়া স্ট্রাইকার চূড়ান্ত করল এফসি গোয়া। তাদের অফিসিয়াল সাইট থেকে জানানো হয়েছে, যে আগামী একটি মরশুমের জন্য স্প্যানিশ স্ট্রাইকার কার্লোস মার্টিনেজের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে গোয়া ম্যানেজমেন্ট। যারফলে, আগত ফুটবল মরশুমে গোয়ার জার্সিতে খেলতে দেখা যাবে ৩৭ বছরের এই তারকা স্ট্রাইকার কে। যা দেখে খুশি গোয়ান সমর্থকরা।

দলের সঙ্গে যুক্ত হওয়ার পর কার্লোস বলেন, আমাকে এতো সুন্দর ভাবে অভিবাদন জানানোর জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। বর্তমানে দলের সঙ্গে খেলতে নামার জন্য আমি প্রচন্ড মুখিয়ে রয়েছি। খুব শীঘ্রই আমাদের দেখা হবে।