দিল্লির বিজেপির সঙ্গে বাংলার তৃণমূলের সুন্দর বোঝাপড়া রয়েছে: অধীর

শনিবার সকাল থেকে দিকে দিকে শুধু সন্ত্রাসের ছবি। ভোট উৎসব কে কেন্দ্র করে শুধু হয়েছে ভোটের উৎ’শব’। বিকেল ৩;৩০ টে অবধি ভোটের বলি ১২। মনোনয়ন…

Adhirranjan Chowdhury with mamata

শনিবার সকাল থেকে দিকে দিকে শুধু সন্ত্রাসের ছবি। ভোট উৎসব কে কেন্দ্র করে শুধু হয়েছে ভোটের উৎ’শব’। বিকেল ৩;৩০ টে অবধি ভোটের বলি ১২। মনোনয়ন জমা দেওয়ার দিন থেকে নিয়ে মোট ৩২ জন প্রাণ হারিয়েছেন এখন অবধি। ভয়াবহ সন্ত্রাসে রাজ্যে শুধুই মৃত্যুমিছিল। এর মধ্যে মুর্শিদাবাদেও মৃত্যু হয়েছে কয়েকজনের।

এবার পঞ্চায়েতে বেলাগাম সন্ত্রাস নিয়ে রাজ্যের তৃণমূল এবং কেন্দ্রের বিজেপি কে তুলোধনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কেন্দ্রীয় বাহিনী নিয়ে টিএমসি-বিজেপিকে নিশানা করে অধীর বলেন, ‘দিল্লির বিজেপির সঙ্গে বাংলার তৃণমূলের সুন্দর বোঝাপড়া রয়েছে। তাই কেন্দ্রীয় বাহিনী প্রথমে আসেনি। পরে নিয়ে আসা নিয়ে গড়িমসি হয়। এসে কেন্দ্রীয় বাহিনী এসে বসে আছে। একদম বোঝাপড়া রয়েছে। দিদি-মোদির বোঝাপড়া রয়েছে। এই যে ভোট হল না, এটার ফায়দা বিজেপি নেওয়ার চেষ্টা করবে আগামী নির্বাচনে। কেন্দ্রীয় বাহিনী গতকাল রাতে এসে, আজকে উদ্ধার করবে?’

   

কেন্দ্রীয় বাহিনী ‘বসে পাউরুটি-ঘুঘনি খাচ্ছে’ বলে অভিযোগ করলেন অধীর রঞ্জন চৌধুরী। অধীর বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী বড় বড় স্কুলে বসিয়ে রেখেছে। সকালের খাবার দিয়েছে। সেখানে বসে পাউরুটি-ঘুঘনি খাচ্ছে। কী হচ্ছে এগুলো। এতো মানুষের মৃত্যুর কোনও কারণ ছিল না। বাংলায় মৃত্যুমিছিল বাড়ছে। বোমা-গুলির শব্দ শোনা যাচ্ছে। পুলিশ আর মস্তান একসঙ্গে ভোট লুট করাচ্ছে। যেখানে মস্তানরা বাধা পাচ্ছে না, সেখানে একাই লুট করছে। আবার যেখানে বাধা পাচ্ছে সেখানে পুলিশ গিয়ে হামলা করছে। এটা একটা রাষ্ট্রীয় সন্ত্রাস। এই সন্ত্রাসের বিরুদ্ধে বাংলার মানুষরা মোকাবিলা করবেন।‘

বিজেপিকে নিশানা করে অধীর বলেন, ‘বিজেপি চুপ করে আছে। কেন্দ্রীয় বাহিনী পাঠানোর নামে গড়িমসি করতে গিয়ে তারা দিদির হাত শক্ত করল। গত পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সন্ত্রাস হয়েছিল। সেই সন্ত্রাসকে মূলধন করে বিজেপি লোকসভা ভোটে লাভ করে ১৮টি সিট জিতেছিল। এবারও পঞ্চায়েত নির্বাচনেও বিজেপি সুযোগ খুঁজছে। তাই তৃণমূলকে সুযোগ করে দিচ্ছে সন্ত্রাস করার।‘