Malda: রাহুলের সঙ্গেই ‘কংগ্রেসি কমরেড’ কানহাইয়া, ন্যায় যাত্রায় অস্বস্তি লুকোচ্ছে বাম শিবির

আগুনখেকো কমিউনিস্ট (CPI) ছাত্র নেতা ছিলেন কানহাইয়া কুমার। বিহারের ‘লাল কেল্লা’ বলে চর্চিত বেগুসরাইয়ের ভূমিপুত্র তিনি। তবে গত লোকসভা ভোটে বিজেপির কাছে হারেন কানহাইয়া। তারপরেই…

আগুনখেকো কমিউনিস্ট (CPI) ছাত্র নেতা ছিলেন কানহাইয়া কুমার। বিহারের ‘লাল কেল্লা’ বলে চর্চিত বেগুসরাইয়ের ভূমিপুত্র তিনি। তবে গত লোকসভা ভোটে বিজেপির কাছে হারেন কানহাইয়া। তারপরেই দলত্যাগ করে কংগ্রেসে ঢুকে পড়েন। সেই কানহাইয়া কুমারকে নিয়েই ভারত জোড়ো ন্যায় যাত্রায় বিহারের একাংশ ঘুরে ফের পশ্চিমবঙ্গ সফরে রাহুল গান্ধী। কংগ্রেস সূত্রে খবর, বিহারের কাটিহার থেকে পশ্চিমবঙ্গের মালদায় (Malda) হবে ন্যায় যাত্রা।

মালদা জেলা কংগ্রেস সূত্রে খবর হরিশ্চন্দ্রপুরের মাহারাপাড়ায় রাহুল গান্ধীকে সংবর্ধনা জানানো হবে। সুজাপুর হাতিমারি মাঠে গিয়ে শেষ হবে। বৃহস্পতিবার সুজাপুর পার্টি অফিস থেকে যাত্রা শুরু করে কালিয়াচক, বৈষ্ণব নগর হয়ে ন্যায় যাত্রা ফারাক্কায় ঢুকবে। এই যাত্রায় মালদা জেলা সিপিআইএমের নেতৃত্ব উপস্থিত থাকবেন।

ন্যায় যাত্রায় নেই ইন্ডিয়া শরিক তৃ়নমূল। ফলে বাম শিবির অংশ নিচ্ছে। রাজ্য সিপিআইএম সূত্রে খবর, মুর্শিদাবাদে রাহুল গান্ধীর সাথে ন্যায় যাত্রায় অংশ নেবেন মীনাক্ষী মু়খার্জি। রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের থাকার সম্ভাবনা। মনে করা হচ্ছে, লোকসভা ভোটে এই দুই জেলা থেকে কংগ্রেসের ভোটব্যাংক ও নিজেদের শক্তি মিলিয়ে সিপিআইএম দুটি আসন জেতার জন্য মরিয়া। গত লোকসভা ভোট থেকে পশ্চিমবঙ্গ বাম সাংসদ শূন্য। পরে বাম বিধায়কও নেই বিধানসভায়।

রাহল গান্ধীর সফরসঙ্গী কানহাইয়া কুমার। দেশজোড়া চর্চিত প্রাক্তন বাম ছাত্র নেতা থাকায় বঙ্গ সিপিআইএম অস্বস্তিতে। কানহাইয়া কুমার দলত্যাগ (CPI) করার পর বাম মহলে তীব্র চর্চা হয়েছিল। বাম নেতৃত্ব বলেছিলেন কানহাইয়া সমাজবাদ থেকে সামন্তবাদে নাম লেখাল। এবার সেই ‘কংগ্রেসি কমরেড’-কে পাশে নিয়েই হাঁটবেন বাম নেতারা।