BJP: দল ছাড়ল মালদার গাজোল বিধানসভার প্রার্থীরা,চিন্তায় রাজ্য বিজেপি

এবার মালদা জেলার গাজোল বিধানসভায় বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন গাজোলের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান বিজেপির উত্তর মালদার সহ-সভাপতি দিপালী বিশ্বাস এবং গাজোল ব্লকের…

BJP in Bengal

এবার মালদা জেলার গাজোল বিধানসভায় বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন গাজোলের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান বিজেপির উত্তর মালদার সহ-সভাপতি দিপালী বিশ্বাস এবং গাজোল ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি তথা বর্তমান বিজেপির ওল্ড মালদার অবজারভার রঞ্জিত বিশ্বাস। এছাড়াও যোগদান করলেন গাজোল ব্লকের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শিশির চক্রবর্তী। শিশির চক্রবর্তী বিজেপিতে যোগদান করেছিলেন একসময় তারপর সেই দল থেকে তিনি আজ আবারও তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই ঘটনার পর চিন্তায় পড়ে বিজেপির দলীয় কর্মীরা।

যোগদান করার পর তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি এবং মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী সাগরিকা সরকার। পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার উদ্বার,ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার গাজোল ব্লক,তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনেশ টুডু গাজোল,পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন এবং ৭ নং উত্তর মালদা লোকসভা আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব।

তবে এই ঘটনা ঘটার পর রাজ্যের শাসকদল কিছুতা স্বস্তি পেল বলে অনুমান করা হচ্ছে। এখন দেখার বিষয় একটাই যে এই সকল নেতা নেত্রীদের যোগদানের পর ২০২৪ লোকসভা নির্বাচনে কতটা সফলতার মুখ দেখে রাজ্যের শাসকদল।