দুর্যোগের কারণে সেবক এয়ার বেসে জরুরি অবতরণ করল মমতার কপ্টার। বাগডোগরা নামার মুখে বিপদ। বাঁচলেন মমতা। জলপাইগুড়ির মালবাজার থেকে ফেরার পথে দুর্ঘটনা।
শিলিগুড়ির বাগডোগরা বিমান বন্দরে নামার কিছু আগে প্রবল দুর্যোগের মধ্যে পড়ে কপ্টার। তড়িঘড়ি চালক সিদ্ধান্ত নেন নিকটবর্তী শালুগাড়ায় সেনা ছাউনির মধ্যে কপ্টার নামানোর। সেই মতো কপ্টার নামান তিনি।
বৈকুন্ঠপুরের জঙ্গলের উপর দিয়ে যাওয়ার সময় প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়। বাগডোগরার দিকে যাচ্ছিল। কপ্টার চালক আবহাওয়া খারাপ দেখে সেবক এয়ার বেসে জরুরি অবতরণ করেন। বড় দুর্ঘটনা এড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালবাজারে পঞ্চায়েতের নির্বাচনি প্রচার সেরে বাগডোগরার দিকে যাচ্ছিলেন।
পরিস্থিতি বিপদের দিকে মোড় নিতে পারত বলে মনে করা হচ্ছে।
মালবাজারের কাছে ক্রান্তি থেকে কপ্টার উড়ে যাওয়ার পর বৈকুণ্ঠপুর ফরেস্টের উপর দুর্যোগের মধ্যে পড়ে। চালক তড়িঘড়ি বাগডোগরার দিক থেকে কপ্টারের মুখ ঘুরিয়ে নেন।
চালক কপ্টার জরুরি অবতরণ করান সেবকে। জানা যাচ্ছে সেখান থেকে সড়কপথে বাগডোগরা এসে কলকাতার বিশেষ বিমান ধরবেন।
জরুরি অবতরণের সংকেত সেবক এয়ারবেসে সেনাবাহিনী ছিল সতর্ক। কপ্টার অবতরণ করতেই তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিরাপত্তার বলয়ে ঘিরে নেন সেনা জওয়ানরা।