2023 World Cup: ১৫ অক্টোবর ভারত-পাক মহাযুদ্ধ

অপেক্ষার ইতি টেনে অবশেষে ২০২৩ বিশ্বকাপের (2023 World Cup) সূচি প্রকাশ করল আইসিসি৷ ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। প্রথম ম্যাচ খেলা হবে ইংল্যান্ড এবং…

Schedule for the 2023 World Cup

অপেক্ষার ইতি টেনে অবশেষে ২০২৩ বিশ্বকাপের (2023 World Cup) সূচি প্রকাশ করল আইসিসি৷ ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। প্রথম ম্যাচ খেলা হবে ইংল্যান্ড এবং নিউ জ়িল্যান্ডের মধ্যে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। যেমনটা জানা গিয়েছিল, ৮ই অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারতের বিশ্বকাপ সফর। চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলে সফর শুরু করবে ভারত। ১৫ই অক্টোবর, রবিবার আহমেদাবাদে ভারত খেলবে পাকিস্তানের বিরুদ্ধে।

১০টি শহরে খেলা হবে বিশ্বকাপ- হায়দ্রাবাদ, আহমেদাবাদ, ধর্মশালা, দিল্লি, চেন্নাই, লখনউ, পুনে, বেঙ্গালুরু, মুম্বাই এবং কলকাতা। হায়দ্রাবাদের পাশাপাশি গুয়াহাটি এবং তিরুবনন্তপুরমে ২৯এ সেপ্টেম্বর থেকে ৩রা অক্টোবর অবধি খেলা হবে প্রস্তুতি ম্যাচ। তবে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে দুর্ভাগ্যবশত কোনো খেলা হচ্ছে না এবছর।

   

ভারতের বিশ্বকাপ সূচি:
ভারত বনাম অস্ট্রেলিয়া: ৮ই অক্টোবর, চেন্নাই
ভারত বনাম পাকিস্তান: ১৫ই অক্টোবর, আহমেদাবাদ
ভারত বনাম বাংলাদেশ: ১৯এ অক্টোবর, পুণে
ভারত বনাম নিউ জ়িল্যান্ড: ২২এ অক্টোবর, ধর্মশালা
ভারত বনাম ইংল্যান্ড: ২৯এ অক্টোবর, লখনউ
ভারত বনাম কোয়ালিফায়ার: ২রা নভেম্বর, মুম্বই
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: ৫ই নভেম্বর কোলকাতা
ভারত বনাম কোয়ালিফায়ার: ১১ই নভেম্বর, বেঙ্গালুরু
কথামত সেমিফাইনালের প্রথম ম্যাচ হচ্ছে মুম্বই এবং দ্বিতীয় ম্যাচ হচ্ছে ইডেনেই। ফাইনাল ম্যাচ হচ্ছে আহমেদাবাদে