Mamata Banerjee: হয়ত ওরাই আগে থেকে অস্ত্র রেখে এসেছে! সন্দেশখালি ইস্যুতে বিস্ফোরক মমতা

দ্বিতীয় দফার ভোটের দিন সন্দেশখালি থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। বিস্ফোরকও মিলেছে সেখানে থেকে। এরপরই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি নেতারা।…

Mamata-On-Sandeshkhali

দ্বিতীয় দফার ভোটের দিন সন্দেশখালি থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। বিস্ফোরকও মিলেছে সেখানে থেকে। এরপরই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি নেতারা। এবার পাল্টা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সন্দেশখালি ইস্যুতে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি সিবিআইকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কুলটির জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় কোথাও চকোলেট বোম ফাটলেও NSG দরকার হচ্ছে, যেন যুদ্ধ চলছে। একটা যুদ্ধ যুদ্ধ ভাব।

কেন্দ্রীয় এজেন্সিগুলিকে দিয়ে বেছে বেছে বিরোধী শাসিত রাজ্যগুলিকে হেনস্তা করা হচ্ছে বলেও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, সামান্য চকোলেট বোমা ফাটলেও সিবিআই, NSG-র দরকার পড়ছে কেন? যেন যুদ্ধ চলছে। সন্দেশখালির অভিযানের কথা তো রাজ্য পুলিশকে আগে জানানোই হয়নি। একতরফা ভাবে অভিযান চালানো হয়েছে। যে অস্ত্র উদ্ধার হয়েছে, সেগুলি কোথা থেকে এল? হয়ত আগে থেকে নিজেরাই ওখানে রেখে এসেছে। আজ তো শুনলাম সন্দেশখালিতে বিজেপি নেতার বাড়িতে বোমা পাওয়া গিয়েছে।

উল্লেখ্য, শুক্রবার সন্দেশখালিতে অভিযানে যায় সিবিআই। সরবেড়িয়ায় ভেড়ি ঘেরা একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করে তারা। সিবিআইয়ের সঙ্গে ওই অভিযানে ছিল NSG-ও। রিমোটচালিত রোবটও নিয়ে আসা হয়। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, ৭টি স্মল আর্মস উদ্ধার হয়েছে। ৭টির মধ্যে ৪টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বাকিগুলি দেশি পিস্তল। ২২৮ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে দেশি বোমা। একইসঙ্গে বেশ কয়েকটি পরিচয়পত্র, সোনার গয়নার ব্যাগ এবং বিল উদ্ধার হয়েছে। ইডির হারিয়ে যাওয়া নথিও উদ্ধার হয়েছে। 

এদিনের সভামঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী। মমতার কথায়, ভোটের আগে কিছুটা দাম কমিয়েছে গ্যাসের। ভোট মিটে গেলেই কিন্তু গ্যাসের দাম বৃদ্ধি পাবে। আমি আগে থেকেই বলে দিলাম। মিলিয়ে নেবেন। আমরা বাংলার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। আর ওরা শুধু মিথ্যে বলে যাচ্ছে। আমরা লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী দিচ্ছি। আমরা অনেক বাড়ি তৈরি করে দিয়েছি। ডিসেম্বর মাসে ৬০ হাজার টাকা দেব। পরে আরও ৬০ হাজার দেব। বিজেপি সরকার ওষুধের দাম বাড়িয়েছে। প্রেশার, সুগারের ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে।