TMC: আসন নিয়ে অবস্থান বদল মমতার, কংগ্রেসকে দিলেন বিশেষ বার্তা

রাজ্যে একলাই ৪২টি আসনে লড়ার বার্তা দিয়েছিলেন। এবার অবস্থান বদল করলেন TMC নেত্রী মমতা। মঙ্গলবার কালীঘাটে বীরভূম নিয়ে সাংগঠনিক বৈঠকে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর,সেখানে…

Rahul Gandhi mamata Mumbai Meeting

রাজ্যে একলাই ৪২টি আসনে লড়ার বার্তা দিয়েছিলেন। এবার অবস্থান বদল করলেন TMC নেত্রী মমতা। মঙ্গলবার কালীঘাটে বীরভূম নিয়ে সাংগঠনিক বৈঠকে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর,সেখানে তিনি বলেন, দুটো আসন দেব। কংগ্রেসের প্রতি এমনই বার্তা তৃণমূল নেত্রীর। যদিও মুর্শিদাবাদ জেলা নিয়ে সাংগঠনিক বৈঠকে একলা চলো বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, বীরভূম জেলা নিয়ে সাংগঠনিক বৈঠকে মমতা বলেন, ‘কংগ্রেস আসলে উল্টোপাল্টা আসন দাবি করে সিপিএম ও বিজেপির সুবিধা করে দিতে চায়।’ মঙ্গলবার মমতা বৈঠকে বলেছেন, “আমরা ইন্ডিয়া জোটে আছি। আমি কংগ্রেসকে দুটো আসন ছাড়ব বলেছি। কিন্তু ওরা তিনটে, চারটে, দশটা, বারোটা যা খুশি বলছে। আমি দুটোর বেশি ছাড়ব না বলে দিলাম।”

উল্লেখ্য, জোটের মূল লক্ষ্য বিজেপিকে পরাজিত করা তবে সিপিএম ওই জোটেরই শরিক। এদিন ‘ভারত জড়ো ন্যয় যাত্রা’র মাঝে রাহুল গান্ধী দাবি করেছেন, তাঁর ও তাঁর দলের সঙ্গে মমতার সম্পর্ক খুব ভাল। জ

অন্যান্য দলের সম্পর্কে যে ধরনের মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে শোনা গিয়েছে, তাতে অনেকেই প্রশ্ন তুলেছেন ‘ইন্ডিয়া’ জোট আদৌ আছে তো? মোটামুটি ইন্ডিয়া জোট নিয়ে টলমলে ঘাস ফুল শিবির। এবার আরও একবার কংগ্রেস সম্পর্কে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল নেত্রী।

দিন কয়েক আগে  মমতা বলেছিলেন, অধীর চৌধুরী কোনও ফ্যাক্টরই নন। রাজ্যের সবকটি আসনে একা তৃণমূল লড়বে বলেও দাবি করেছিলেন তিনি। পাল্টা অধীরও জানিয়ে দিয়েছিলেন, একা লড়তে কংগ্রেসের কোনও অসুবিধা নেই। তবে এই তরজা নিয়ে হাইকমান্ড যে খুব একটা চিন্তিত নয়, তা বুঝিয়ে দেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। অসমে ন্যায় যাত্রা থেকে তিনি মঙ্গলবার দাবি করেন, এই সব বিষয়ের কোনও প্রভাবই পড়বে না।