Egra Blast: এগরা বিস্ফোরণস্থলে গিয়ে মাথা নত করে ক্ষমা চাইলেন মমতা

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) চাইলেন ক্ষমা। এগরার খাদিকুল গ্রামে ভয়াবহ বিস্ফোরণের (Egra Blast) পর এই গ্রাম পরিদর্শনে গিয়ে নিহতদের আর্থিক ক্ষতিপূরণ ও চাকরির কথা ঘোষণা করেন…

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) চাইলেন ক্ষমা। এগরার খাদিকুল গ্রামে ভয়াবহ বিস্ফোরণের (Egra Blast) পর এই গ্রাম পরিদর্শনে গিয়ে নিহতদের আর্থিক ক্ষতিপূরণ ও চাকরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এগরার ঘটনায় আমাদের চোখ খুলে দিয়েছে। এই ঘটনায় আমরা খুবই দুঃখিত। মাথা নত করে আপনাদের কাছে ক্ষমা চাইছি।

   

এগরার খাদিকুলে গত ১৬ মে বেআইনি বাজি কারখানায় প্রবল বিস্ফোরণে মৃত্যু হয় ওই কারখানার মালিক ভানু বাগ সহ মোট ১১ জনের। অভিযোগ, স্থানীয়রা টিএমসি নেতা ভানু বাগ বাজি কারখানায় বোমা তৈরি করাচ্ছিল। বিস্ফোরণে সে গুরুতর জখম হয়ে ওড়িশায় পালিয়েছিল। কটকের এক হাসপাতালে তার মৃত্যু হয়।

খাদিকুল গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজনীতি করতে এগরায় আসিনি। মানবিক কারণে সাহায্য করতে এসেছি। অবৈধ বাজি কারখানায় অনেক গরিব কাজ করেন। আমরা মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি গড়েছি।

তিনি আরও বলেন, সরকারি উদ্যোগে বেআইনি বাজি কারখানার ক্লাস্টার তৈরি করব। ফায়ার ক্র্যাকার না করে গ্রিন ক্র্যাকার তৈরির দিকে নজর রাখা হবে। তাতে চাকরিটাও বাঁচবে। এমন দুর্ঘটনা হবে না।