অবশেষে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সঙ্গে দিল্লি যাচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-ও। আজ শুক্রবার দিল্লির উদ্দেশ্যে উড়ে যাওয়ার আগে কেন্দ্র সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন মমতা।
কেন্দ্রীয় বাজেট নিয়ে নতুন করে কেন্দ্রের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, ‘বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে। বাজেটে রাজনৈতিক পক্ষপাত মানছি না। বাংলাকে বিভাজন মানি না। বিজেপি বাংলাকে ভাগ করার চেষ্টা করছে। একদিকে আর্থিক বঞ্চনা, অন্যদিকে বাংলা ভাগের চক্রান্ত করছে। দেশকে টুকরো টুকরো করার পরিকল্পনা বিজেপির। বিজেপি নেতাদের এই মনোভাব নিন্দাজনক।’
নীতি আয়োগের বৈঠক প্রসঙ্গে মমতা বলেন, ‘আগেই সিদ্ধান্ত হওয়ায় নীতি আয়োগের বৈঠকে যাবো। বৈঠকে নানা বিষয়ে প্রতিবাদ জানাবো। বলতে না দিলে বেরিয়ে যাবো। ঝাড়খণ্ড, বিহার ও বাংলা ভাগ করার জন্য বিভিন্ন নেতা বিভিন্ন বিবৃতি দিচ্ছেন। আমরা এর নিন্দা জানাই। আমরা আমাদের কণ্ঠস্বর রেকর্ড করতে চাই এবং আমি এটি করার জন্য সেখানে উপস্থিত থাকব।’ আজ দিল্লির বঙ্গভবনে সাংসদদের নিয়ে বৈঠক করবেন মমতা। সেইসঙ্গে সাংবাদিকদের সঙ্গে চা চক্রেও যোগ দেবেন। এরপর আগামীকাল নীতী আয়োগের বৈঠকে থাকতে পারেন মমতা বলে সূত্রের খবর।
#WATCH | West Bengal CM Mamata Banerjee says, “…I will protest against the political discrimination being done with Bengal in the Niti Aayog meeting. The attitude of their ministers and BJP leaders is such that they want to divide Bengal. Along with the economic blockade, they… pic.twitter.com/UDPCLcAYGH
— ANI (@ANI) July 26, 2024