নতুন জেলা হচ্ছে সুন্দরবন, সঙ্গে আরও ৬টি : মুখ্যমন্ত্রী

এবার রাজ্যে নতুন ৭টি জেলার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এসএসসি দুর্নীতি কাণ্ড নিয়ে যখন রাজ্য রাজনীতি অশান্ত তখন হঠাৎই মন্ত্রিসভার বৈঠকের ডাক…

এবার রাজ্যে নতুন ৭টি জেলার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এসএসসি দুর্নীতি কাণ্ড নিয়ে যখন রাজ্য রাজনীতি অশান্ত তখন হঠাৎই মন্ত্রিসভার বৈঠকের ডাক দেন মমতা। উঠতে থাকে হাজারো প্রশ্ন। অনেকেই ভাবতে শুরু করেছিলেন যে এই বৈঠকে রাজ্যের নতুন শিল্পমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেন সেইসঙ্গে মন্ত্রিসভার রদবদল ঘটাতে পারেন মুখ্যমন্ত্রী।

যদিও সবাইকে অবাক করে নতুন সাত জেলার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাঁকুড়া থেকে বিষ্ণুপুর সাবডিভিশন নিয়ে বিষ্ণুপুর জেলা, বাঁকুড়া, সুন্দরবন, বসিরহাট, কান্দি, ইছামতি, মুর্শিদাবাদ ভেঙে বহরমপুর ও জঙ্গিপুর জেলা করা হল।

   

বিশিষ্ট মহলের দাবি অনুযায়ী, মানুষের সুবিধার কথা ভেবে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জেলার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আরও সাত জেলার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের কাছে দ্রুত পরিষেবা পৌঁছে দিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।