Loksabha election 2024: প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রীকে ‘কটূক্তি’ দিলীপ ঘোঘের

দুর্গাপুরে প্রচারে গিয়ে আবার পুরোনো মেজাজে দেখা গেল দিলীপ ঘোষকে। কিছুদিন আগে অবধি তাঁর আসন সমঝোতা নিয়ে হিমশিম খেয়েছে বিজেপি শিবির, তাঁকে মেদিনীপুর লোকসভা কেন্দ্র…

dilip ghosh

দুর্গাপুরে প্রচারে গিয়ে আবার পুরোনো মেজাজে দেখা গেল দিলীপ ঘোষকে। কিছুদিন আগে অবধি তাঁর আসন সমঝোতা নিয়ে হিমশিম খেয়েছে বিজেপি শিবির, তাঁকে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে সরিয়ে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছে পদ্মফুল আর তাঁর ছেড়ে যাওয়া আসনে তাঁরই হাত ধরে রাজনীতিতে আসা অগ্নিমিত্রা পালকে টিকিট দেওয়া হয়েছে। তাই নিয়ে একটু অভিমানের সুর শোনা গিয়েছিল ‘ঘোষ’ বাবুর গলায়।

কিন্তু দুদিন কাটতেই তাঁকে দেখা গেল পুরোনো ছন্দে। মঙ্গলবার প্রচারে বেরিয়ে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ” যে দিদির হাত ধরে কীর্তি আজাদ এসেছেন, তাঁরই পা টলছে”। এখানেই শেষ নয়, তিনি আরও জানান, ”তাঁর বাড়ির লোকই তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাংলার মানুষ কখন ধাক্কা মারবে, উনি বুঝতেই পারবেন না।”

তৃণমূল নেতা শান্তুনু সেন এই মন্তব্যের ঘোরতর প্রতিবাদ করে বলেন, ” উনি কোনওদিন কাউকে সম্মান দিয়ে কথা বলেনি। এর আগেও তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ করেছে।”

প্রসঙ্গত তাঁর বিপরীতে প্রাক্তন বিশ্বকাপ জয়ী দলের সদস্য কীর্তি আজাদ এইবারেরও ঘাসফুলের প্রার্থী। যদিও ‘ঘোষ’ বাবু তাঁকে গুরুত্ব দিতে নারাজ। তিনি তাঁর জয়ের ব্যাপারে প্রায় নিশ্চিত।