Nadia: জগদ্ধাত্রী পুজোর চাঁদা দিতে না পারায় বাড়ি ঢুকে মারধরে অভিযুক্ত ক্লাব

জগদ্ধাত্রী পুজোর চাঁদা পাঁচ হাজার টাকা দিতে না পারায় ক্লাব সদস্যদের বিরুদ্ধে এলাকার বাসিন্দার ঘরে ভাঙচুরের অভিযোগ। শুধু রাত্রিবেলা ঢুকে বাড়ি ভাঙচুর নয়, পরিবারের সদস্যদেরও…

জগদ্ধাত্রী পুজোর চাঁদা পাঁচ হাজার টাকা দিতে না পারায় ক্লাব সদস্যদের বিরুদ্ধে এলাকার বাসিন্দার ঘরে ভাঙচুরের অভিযোগ। শুধু রাত্রিবেলা ঢুকে বাড়ি ভাঙচুর নয়, পরিবারের সদস্যদেরও বেধড়ক মারধরেরও অভিযোগ উঠেছে। ঘটনায় আহত হয়ে বর্তমানে কয়েকজন ভর্তি নদিয়ার (Nadia) শক্তিনগর জেলা হাসপাতালে।

ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণি এলাকা। সেখানে থাকেন টুলু দেবনাথ ও তাঁর পরিবার। অভিযোগ যে জগদ্ধাত্রী পুজোর জন্য এলাকার নবারুণ সংঘ ক্লাব পাঁচ হাজার টাকার চাঁদা দাবি করেছে। সেই টাকা দিতে অস্বীকার করায় মধ্য রাতে টুলুবাবুর বাড়িতে ক্লাব সদস্যরা ঢোকেন বলে অভিযোগ। এরপর বাড়ি ভাঙচুর করে পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে। ঘটনার ছবি মোবাইলে রেকর্ড করতে গেলে সেই ফোনও কেড়ে নেওয়া হয় বলে জানা গিয়েছে।

আহত তিন জনকে ভর্তি করা হয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে। বাকিদের তিনজন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সংবাদমাধ্যমকে টুলু দেবনাথ জানিয়েছেন, “স্থানীয় ক্লাব আমাদের থেকে পাঁচ হাজার টাকা চাঁদা চেয়েছিল। টাকা দিতে না পারায় বাড়িতে অত্যাচার করেছে। ভাঙচুর করেছে। মেয়েদের গায়ে হাত দিয়েছে। ঘরের মন্দির ভেঙে দিয়ে গিয়েছে। পুলিশ এসেছিল বলছে আগে চিকিৎসা করুন তারপর অভিযোগ জানাবেন।”