Darjeeling: পুকুরে ডুবে মৃত্যু নবম শ্রেণির ছাত্রের

নবম শ্রেণির ছাত্রের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। জানা গিয়েছে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে কিশোরের।

Advertisements

সোমবার নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে (Panitanki) ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শুভদ্বীপ রায়(১৫)। তার বাড়ি পানিট্যাঙ্কির মনসা বস্তি এলাকায়। সে একটি বেসরকারি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।

ভারত-নেপাল সীমান্তের মেচি নদীর তীরে স্থানীয় দিলীপ সিংহর জমিতে একটি অর্ধসমাপ্ত পুকুর রয়েছে। স্থানীয়রা জানান, এদিন সকাল ১০টা নাগাদ বন্ধুদের সঙ্গে শুভদ্বীপ ওই পুকুরে স্নান করতে নামে। স্নান করতে করতে হঠাৎ পুকুরের জলে তলিয়ে যায় ওই কিশোর।

ঘটনায় হতচকিত হয়ে বাকি বন্ধুরা চিৎকার শুরু করে। খবর পেয়ে এলাকায় কয়েকশ মানুষ ঘটনাস্থলে যায়। খবর দেওয়া হয় খড়িবাড়ি পুলিশ, দমকল ও স্থানীয় এসএসবি ক্যাম্পে।

Advertisements

এসএসবি ও স্থানীয় বাসিন্দারা পুকুরে নেমে দীর্ঘক্ষণ তলিয়ে যাওয়া কিশোরের খোঁজাখুঁজি করে। প্রায় ঘণ্টা তিনেক পরে ওই কিশোরকে পুকুর থেকে উদ্ধার করা হয়। এর পর তাকে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

কিশোরের অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।