Murshidabad: সালারে বাম-তৃ়ণমূল সংঘর্ষে বোমাবাজি, জখম পড়ুয়া

পঞ্চায়েত মিটলেও অব্যাহত ভোট পরবর্তী হিংসা। মুর্শিদাবাদে রাজনৈতিক সংঘর্ষের মাঝে পড়ে গিয়ে গুরুতর জখম হল ষষ্ঠ শ্রেণির পড়ুয়া। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।…

পঞ্চায়েত মিটলেও অব্যাহত ভোট পরবর্তী হিংসা। মুর্শিদাবাদে রাজনৈতিক সংঘর্ষের মাঝে পড়ে গিয়ে গুরুতর জখম হল ষষ্ঠ শ্রেণির পড়ুয়া। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। জীবন-মৃত্যুর মাঝে লড়াই করছে ১২ বছরের খুদে। জানা গিয়েছে বাড়ির বাইরে চলছিল রাজনৈতিক সংঘর্ষ। চলছিল ব্যাপক বোমাবাজি। সেই সময় বাড়ির বাইরে বেরোতেই হয় বিপত্তি। বিপদে পড়ে যায় ষষ্ঠ শ্রেণির ওই পড়ুয়া। স্পিলন্টারের আঘাতে ক্ষত-বিক্ষত হয়ে যায় শরীর। পায়ে মারাত্মক আঘাত লেগেছে বলে জানা গিয়েছে।

মুর্শিদাবাদের সালারের ঘটনা যেখানে ফের বোমাবিদ্ধ শৈশব। বোমার আঘাতে গুরুতরভাবে জখম হয়েছেপ পড়ুয়া। গুরুতরভাবে জখম তার পা বাঁচানো যাবে কিনা সেই নিয়ে তৈরি হয়েছে সংশয়। ঘটনা নিয়ে রাজ্যের শাসকদলের দিকেই আঙুল তুলেছে বিরোধী দল। সিপিএম অভিযোগ করেছে যে ভোটে হেরে বোমাবাজি করছে তৃণমূল। এর আগে গত ১৫ জুলাই সালারে বোমা ফেটে জখম হয় ১ বালক ও ১ শিশু।

আক্রান্ত ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার পরিবার অভিযোগ করেছে যে সিপিএম করার জন্যই এমন ঘটনা হয়েছে। তারা দাবি করেছেন যে সালারে ওই এলাকায় জিতেছে সিপিএম। তারপর থেকেই সেখানে বিভিন্নভাবে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল বলে অভিযোগ করেন। পরিবার সূত্রে জানা যায়, বাড়ির বাইরে বোমাবাজি করছিল তাঁরা এবং চলছিল রাজনৈতিক সংঘর্ষ। সেই সময় কোনওভাবে বাড়ির বাইরে বেরিয়েছিল ষষ্ঠ শ্রেণির পড়ুয়া। তাকে দেখে বোমা ছোঁড়ে তৃণমূলের দুষ্কৃতীরা, এমনই অভিযোগ তাঁর পরিবারের।

বোমা লেগে গুরুতর ভাবে আহত শিশুটিকে দ্রুত সালার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। এখন সেখানেই চিকিৎসাধীন সে। শরীরে ঢুকে থাকা একাধিক স্পিলটার বের করা হয়েছে। সেগুলি বার করা হলেও শিশুটির শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক।