Ram Navami: রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে চরম উত্তেজনা, কী অবস্থা মুর্শিদাবাদে?

রাম নবমীতে (Ram Navami) অশান্ত হয়ে উঠল বাংলা৷ জানা গিয়েছে, মুর্শিদাবাদের শক্তিপুরে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে পরিস্থিতি চরমে ওঠে৷ জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় শক্তিপুর এলাকায়…

What to Do on Ram Navami for Success and Prosperity

রাম নবমীতে (Ram Navami) অশান্ত হয়ে উঠল বাংলা৷ জানা গিয়েছে, মুর্শিদাবাদের শক্তিপুরে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে পরিস্থিতি চরমে ওঠে৷ জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় শক্তিপুর এলাকায় এই ঘটনা ঘটেছে৷ 

সূত্রের খবর, শক্তিপুরে রাম নবমীর (Ram Navami) মিছিলকে লক্ষ্য় করে পাথর ছুঁড়তে দেখা গিয়েছে৷ ক্ষিপ্ত জনতাকে শান্ত করতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় এবং কাঁদানে গ্যাস ছুঁড়তে হয়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়৷ 

বঙ্গ বিজেপির পক্ষ থেকে অভিযোগ ওঠে, মিছিলকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়, দোকানপাট ভেঙে ফেলা হয়৷ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘প্রশাসনের অনুমতিতে করা রাম নবমীর শান্তিপূর্ণ মিছিলকে শক্তিপুরে একদল দুষ্কৃতী টার্গেট করে৷ আশ্চর্যজনকভাবে, মমতার পুলিশ এই দুষ্কৃতীদের সঙ্গে যোগ দেয় এবং রামভক্তদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের সেল ছোঁড়ে৷’

Advertisements

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর রাম নবমীতে হিংসা প্রসঙ্গে মন্তব্যের পরই এমন উত্তেজনা মুর্শিদাবাদে৷ এর আগেও রাম নবমীতে (Ram Navami) বারংবার ‘অশান্তি’ নিয়ে সতর্কবার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চব্বিশের লোকসভা ভোটের আগে ফের রামনবমী নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি৷ মমতা বলেন, ‘১৭ তারিখ ওদের অশান্তি করার দিন। ওরা চায় অশান্তি করে এনআইএ ঢুকিয়ে ভোট বানচাল করতে। হিংসার জন্য প্রস্তুত হয়ে আছে, কেউ প্ররোচনায় পা দেবেন না। আমাদের শান্তি বজায় রাখতে হবে।’