Abhradeep Saha: প্রয়াত জনপ্রিয় ইউটিউবার অভ্রদীপ সাহা; কী কারণে মৃত্যু?

প্রয়াত জনপ্রিয় ইউটিউবার অভ্রদীপ সাহা (Abhradeep Saha). ২৭ বছর বয়সেই সব স্বপ্নকে চুরমার করে অভ্রদীপ চলে গেলেন না ফেরার দেশে৷ সোশ্যাল মিডিয়াতে খুবই জনপ্রিয় ছিলেন…

Abhradeep Saha Angry Rantman

প্রয়াত জনপ্রিয় ইউটিউবার অভ্রদীপ সাহা (Abhradeep Saha). ২৭ বছর বয়সেই সব স্বপ্নকে চুরমার করে অভ্রদীপ চলে গেলেন না ফেরার দেশে৷ সোশ্যাল মিডিয়াতে খুবই জনপ্রিয় ছিলেন তিনি৷ তাঁর কথা বলার মৌলিক ধরন, বিষয় নির্বাচন এসব কিছুর কারণেই দিন দিন বেড়েই চলেছিল তাঁর ভক্তের সংখ্যা৷ ২০১৭ সালের ১৮ অগাস্টে তিনি ইউটিউবে আত্মপ্রকাশ করেন৷ শুধু ইউটিউবই নয়, ইনস্টাগ্রামেও হাজার হাজার ফলোয়ার্স তাঁর৷

জানা গিয়েছে, আগেও অসুস্থ ছিলেন অভ্রদীপ (Abhradeep Saha), চলছিল চিকিৎসা৷ কিন্তু হঠাৎই তাঁর শরীর আরও খারাপ হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছিল বেঙ্গালুরুর নারায়ণা কার্ডিয়াক হাসপাতালে। লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছিল অভ্রদীপকে। ওপেন হার্ট সার্জারিও করা হয়। শেষ পর্যন্ত মাল্টি অর্গান ফেলিওর হয়ে যাওয়ার কারণে বাঁচানো সম্ভবপর হয়নি তাঁকে৷

খেলা এবং সিনেমা সংক্রান্ত তাঁর (Abhradeep Saha) বহু ভিডিও রয়েছে সোশ্য়াল মিডিয়া প্ল্যাটফর্মে৷ শুধু তাই নয়, কর্মক্ষেত্রে, বেনিয়মের ইস্যুতেও প্রতিবাদ করে গিয়েছেন তিনি৷ শো- টিকিটের দাম থেকে পপকর্ণের দাম আকাশ ছোঁয়া কেন? এই বিষয়েও রয়েছে তাঁর ভিডিও৷ তাঁর প্রায় প্রতিটি ভিডিওতেই রয়েছে কিছু না কিছু চমক৷ 

বুধবার তাঁর (Abhradeep Saha) অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেলে মৃত্য়ুর খবর নিশ্চিত করা হয়েছে৷ খবর ছড়িয়ে পড়তেই ঘনিষ্ঠজন থেকে শুরু করে তাঁর অগণিত ভক্তরা শোকবিহ্বল৷ ‘অ্য়াংরি ব়্যান্টম্যান’-এর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছে বহু ফুটবল ক্লাবও৷