Suvendu Adhikari Convoy: শুভেন্দুর কনভয় কাণ্ডের তদন্তভার সিআইডির হাতে

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে (Suvendu Adhikari Convoy) ধাক্কা লেগে মৃত্যু হয়েছে এক সাইকেল আরোহীর। তা নিয়ে উত্তাল হয়েছিল রাজনীতি। প্রতিবাদে নেমেছিল তৃণমূল। চণ্ডীপুর কাণ্ডের তদন্তভার হাতে নিল সিআইডি।গত ৪ মে ঘটেছিল মৃত্যুর ঘটনা।

CID Investigates Suvendu Adhikari's Convoy Case: Latest Updates

short-samachar

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে (Suvendu Adhikari Convoy) ধাক্কা লেগে মৃত্যু হয়েছে এক সাইকেল আরোহীর। তা নিয়ে উত্তাল হয়েছিল রাজনীতি। প্রতিবাদে নেমেছিল তৃণমূল। চণ্ডীপুর কাণ্ডের তদন্তভার হাতে নিল সিআইডি।গত ৪ মে ঘটেছিল মৃত্যুর ঘটনা।

অভিযোগ, দুর্ঘটনার পরেও কনভয় থেকে নেমে আসেননি কেউ। কনভয়ের সবাইকে নোটিশ পাঠিয়েছিল পুলিশ। গত শনিবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ফরেন্সিক টিম। রবিবার জানা গেল, দুর্ঘটনা কাণ্ডের তদন্তভার হাতে নিল সিআইডি।

   

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় মৃত্যু হয়েছিল শেখ ইসরাফিলের। দুর্ঘটনাটি ঘটে চণ্ডীপুর পেট্রল পাম্পের কাছে। এরপরের দিন গ্রেফতার হন গাড়ির চালক আনন্দকুমার পাণ্ডে। তাঁর ১ দিনের পুলিশ হেফাজত হয়।

পাঁচ হাজার টাকার বন্ডে সই করে জামিন পান তিনি। প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নিহতের পরিবারের হাতে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেয় তৃণমূল।