TMC: সোদপুরে তৃণমূল নেতার বাড়িতে সিআইডির হানা

নিয়োগ দুর্নীতি মামলায় সোদপুর থেকে আরও মিডলম্যান সুব্রত মালাকারকে গ্রেফতার করে ইডি। সোমবার রাতেই পানিহাটি পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডে অভিযান সিআইডির। অভিযুক্তের তালিকায় রয়েছে শরৎপল্লির…

TMC

নিয়োগ দুর্নীতি মামলায় সোদপুর থেকে আরও মিডলম্যান সুব্রত মালাকারকে গ্রেফতার করে ইডি। সোমবার রাতেই পানিহাটি পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডে অভিযান সিআইডির। অভিযুক্তের তালিকায় রয়েছে শরৎপল্লির বাসিন্দা বাবাই দাস। কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে বাবাইয়ের বিরুদ্ধে।

Advertisements

অভিযোগ, লালবাজার পুলিশের ইনফরমার হিসাবে কাজ করতেন তৃণমূল নেতা বাবাই৷ তাঁর বিরুদ্ধে কোটি কোটি টাকা আর্থিক নয়ছয়ের অভিযোগ উঠেছে। তবে কেন সিআইডির হানা? তা নিয়ে বিশেষ কিছু বলতে নারাজ বাবাইয়ের পরিবার৷ বাবাইয়ের মা জানিয়েছেন, পুলিশের তিন জন এসেছিল কিন্তু বাবাইয়ের খোঁজ না পেয়ে চলে যায়। যদিও সূত্রের খবর, পুলিশ আসার খবর জানতেই ছাদ টপকে পালায় বাবাই।

   

গতকাল সোদপুরে রাজেন্দ্রপল্লী এলাকায় দিনভর তল্লাশি চলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার৷ নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত অন্যতম মিডলম্যান সুব্রত মালাকারকে গ্রেফতার করে ইডি৷ নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত বাবাই দাস? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

বিজেপির বক্তব্য, রাজ্যজুড়ে তৃণমূল নেতারা দুর্নীতিগ্রস্ত। সিবিআইয়ের তৎপরতা দেখে সিআইডিও তৎপর হয়েছে৷ দেখে ভালো লাগছে। আগামী দিনে আরও নেতারা ধরা পড়বে৷