তৃণমূল ‘গুণ্ডা’ জেসিবির মারে জখম মহিলা, চোপড়া সফরে রাজ্যপাল, মমতার নীরবতায় কটাক্ষ

দিল্লি থেকে বাগডোগরা। তারপর সড়কপথে উত্তর দিনাজপুরের চোপড়া। মঙ্গলবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের সূচি এমনই। জানা যাচ্ছে, মহিলাকে তালিবানি রীতিতে মারধর (Chopra Assault Case) করার…

দিল্লি থেকে বাগডোগরা। তারপর সড়কপথে উত্তর দিনাজপুরের চোপড়া। মঙ্গলবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের সূচি এমনই। জানা যাচ্ছে, মহিলাকে তালিবানি রীতিতে মারধর (Chopra Assault Case) করার যে ভাইরাল ভিডিও ঘিরে দেশ সরগরম সেই মহিলার সঙ্গে দেখা করবেন রাজ্যপাল বোস। প্রশ্ল উঠছে মুখ্যমন্ত্রী মমতা কেন নীরব।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে মারধর করার সময় মহিলা রাস্তায় পড়ে চিতকার করছেন। তার আর্তনাদ দেখছে অনেকে। এক পুরুষকেও লাঠি দিয়ে মারা হচ্ছে। জানা গেছে,যে মহিলাকে মাটিতে ফেলে মারধর করা হচ্ছে সে বিবাহিত। অভিযোগ ওই মহিলা বিবাহ বহির্ভুত সম্পর্কে জড়িত। সে তার প্রেমিকের সঙ্গে বাড়ি ছেড়ে চলে গেছিল। পরে ফিরে এলে দু’জনের কাছ থেকে ১০ হাজার টাকা চাওয়া হয়। জরিমানা না দেওয়ায় তাদের উপর অত্যাচার করা হয় বলে অভিযোগ।

   

বিরাট চেহারার তৃণমূল নেতা তাজম্মুল ওরফে জেসিবিকে লাঠি দিয়ে ওই মহিলা ও পুরুষকে মারধর করতে দেখা গেছে বলে অভিযোগ করে উত্তর দিনাজপুর জেলা সিপিআইএম। চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের ‘মাসলম্যান’ বলে পরিচিত জেসিবির বিরুদ্ধে গত পঞ্চায়েত ভোটে এলাকার বাম নেতাকে গুলি করে খুনের অভিযোগ আছে। সেই মামলায় জামিন পেয়ে এলাকায় ফের সন্ত্রাস শুরু করেছিল জেসিবি। তার ‘বস’ বিধায়ক হামিদুল রহমান বিব্রত। তদন্তে নেমে জেসিবিকে গ্রেফতার করেছে পুলিশ।

চোপড়ায় মহিলা পিটিয়ে অবশেষে ধৃত তৃণমূল নেতা তাজম্নুল জেসিবি

রাজ্যে পর পর গণপিটুনির ঘটনা নিয়ে সোমবার দিল্লি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । রাজভবন সূত্রে খবর, মঙ্গলবার তিনি চোপড়া গিয়ে নির্যাতনের শিকার দুজনের সঙ্গেই কথা বলবেন।