মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে বাতিল শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত মন্ত্রী পরেশ

Mamata Banerjee-Paresh Adhikari

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়ের (Mamata Banerjee) জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা সফরে ডাক পেলেন না রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী (Paresh Adhikari)৷ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মন্ত্রীর নাম জড়ায়। তাঁর কন্যার চাকরি চলে গেছে। ফলে পরেশে দূরে রেখেছেন মমতা।যদিও তৃণমূল কংগগ্রেসের বক্তব্য কোচবিহার থেকে কোনও নেতাকেই ডাকা হয়নি। পরেশ অধিকারী মেখলিগঞ্জের বিধায়ক।

Advertisements

Minister Paresh Adhikari daughter

   

কিন্তু রাজনৈতিক মহলের বক্তব্য, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে সেভাবে জোড়া ফুলের বিস্তার হয়নি৷ তাই মন্ত্রী পরেশ অধিকারীকে আমন্ত্রণ জানানোর কথা। কিন্তু তা না হওয়াটাই রাজনৈতিক মহলের কাছে আশ্চর্যের বিষয়।

Advertisements

পরেশ অধিকারীর বিরুদ্ধে অভিযোগ উঠতেই মন্ত্রিসভার বৈঠকে দেখা যায়নি তাঁকে। তাই এবার মুখ্যমন্ত্রী যখন টানা তিন দিন ধরে পড়শি জেলাগুলিতে কর্মসূচি সারবেন, তখন পরেশ না থাকাটা মোটেই সহজভাবে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা৷