কেএলও জঙ্গি প্রধানের রাজ্যভাগ দাবি সমর্থন বিজেপি সাংসদের

মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে। তাঁর সফরের আগে আলাদা কামতাপুর রাজ্যের জন্য ভয়ঙ্কর ভিডিও বার্তা দিয়েছে কেএলও (KLO) জঙ্গি প্রধান জীবন সিংহ (Jibon Singh)। সেই বার্তায় উত্তরবঙ্গের তিন…

BJP MPs support KLO militant

মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে। তাঁর সফরের আগে আলাদা কামতাপুর রাজ্যের জন্য ভয়ঙ্কর ভিডিও বার্তা দিয়েছে কেএলও (KLO) জঙ্গি প্রধান জীবন সিংহ (Jibon Singh)। সেই বার্তায় উত্তরবঙ্গের তিন বিজেপি সাংসদ নীশিথ প্রামাণিক, জয়ন্তকুমার রায় এবং জন বার্লার সমর্থন চেয়েছে মোস্ট ওয়ান্টেড জীবন সিংহ। তার দাবি সমর্থন করলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায়।

সাংসদের বক্তব্য, উত্তরবঙ্গের মানুষ যে বঞ্চিত, এবিষয়ে কোনও সংশয়ের অবকাশ নেই। বারবার বিভিন্নভাবে জানানো হয়েছে। কিন্তু সরকার এ কথা কানে তোলে না। উত্তরবঙ্গে একটা উত্তরকন্যা হয়েছে। ওটা মিনি সেক্রেটারিয়েট হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু সেখানে কোনও সচিব নেই। একইভাবে স্বাস্থ্য সমস্যা একটি বড় সমস্যা। এখানকার মানুষকে চিকিৎসার জন্য অন্য জায়গায় যেতে হয়।

বিজেপি সাংসদ বলেছেন, এখানে এইমস হওয়ার কথা ছিল। উনি সেটাকে তুলে নিয়ে গেলেন কল্যাণীতে। যেখানে আশেপাশে অনেক সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে। সেখানে চিকিৎসা পরিকাঠামো ভালো। এখানকার মানুষের প্রতি অবহেলার নজর সে সকলেই জানেন। সেদিক থেকে বিচার করলে জীবন সিংহ উত্তরবঙ্গেরই মানুষ৷ আমার মনে হয় এই দাবি সমর্থন করবে।

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে আলাদা কামতাপুর রাজ্যের দাবিতে হুঁশিয়ারি দেয় কেএলও প্রধান জীবন সিংহ৷ তার বক্তব্য, কোচবিহারের ভারতচুক্তি অনুযায়ী কোচবিহারকে ‘গ’ শ্রেণীভুক্ত রাজ্য হিসাবে মান্যতা দেওয়ার কথা। তাই পশ্চিমবঙ্গের সরকারের কোচ ও কামতাপুরের ওপর কোনও অধিকার থাকে না। কোচবিহারের মানুষ বৃহত্তর কামতাপুর গঠন করবে। এখানকার মানুষ নিজেরাই নিজেদের ভাগ্য ঠিক করবে।

সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জঙ্গি বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি কোচ কামতাপুরে পা দেবেন না। এই মাটিতে আমাদের অধিকার আগে। বহু দিন ধরে পশ্চিমবঙ্গ সরকারের শাসন সহ্য করে আসছি। জোর করে কিছু চাপিয়ে দিলেন পরিণাম ভয়ঙ্কর হবে। তার সংযোজন, কামতাপুরের মানুষের কাছে অনুরোধ, মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যে উন্নয়নের কথা ভুলে যাবেন না। খাল কেটে কুমির আনবেন না। আমরা মাথানত করিনি। আমরা কামতাপুর থেকে বহিরাগত সরকারকে উৎখাত করব।

উত্তরবঙ্গে সফরে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার থেকেই একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। এরই মধ্যেই জীবন সিংহের দাবিকে সমর্থন জানিয়েছেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্তকুমার রায়।

বিজেপির বিরুদ্ধে উঠছে রাজ্য ভাগের দাবি। একই দাবি বিভিন্ন বিস্ফোরণ ও ধুপগুড়ি গণহত্যায় জড়িত কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনেরও।