সোনার পর বিহারে জ্বালানি তেলের বিপুল সম্ভারের সম্ভাবনা পেল ONGC

সোনার খনির পর এবার বিহারে পেট্রোলিয়ামের মজুদ পাওয়ার ইঙ্গিত মিলল। বিহারের জামুইয়ে একদিকে দেশের বৃহত্তম সোনার খনি, অন্যদিকে বক্সার ও সমস্তিপুরে পেট্রোলিয়ামের ভাণ্ডার থাকার সম্ভাবনা…

সোনার খনির পর এবার বিহারে পেট্রোলিয়ামের মজুদ পাওয়ার ইঙ্গিত মিলল। বিহারের জামুইয়ে একদিকে দেশের বৃহত্তম সোনার খনি, অন্যদিকে বক্সার ও সমস্তিপুরে পেট্রোলিয়ামের ভাণ্ডার থাকার সম্ভাবনা প্রকাশ্যে এসেছে।

সূত্রের খবর, সমস্তিপুর জেলার ৩০৮ কিলোমিটার এবং বক্সারের ৫২.১৩ বর্গ এলাকায় পেট্রোলিয়াম পণ্য পাওয়া যাওয়ার ইঙ্গিত রয়েছে। বিহার সরকার এর আবিষ্কারের অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় সরকার প্রস্তাবটি পাঠিয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, সমস্তিপুরের গঙ্গা অববাহিকায় পেট্রোলিয়াম পণ্য অনুসন্ধানের জন্য ভারত সরকারের একটি সংস্থা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডকে (ওএনজিসি) আজ বিহার সরকার অনুমোদন দিয়েছে। অনুমান করা হচ্ছে যে পেট্রোলিয়াম মজুদ পাওয়া যেতে পারে। অত্যাধুনিক প্রযুক্তিতে সমস্তিপুরের ৩০৮ কিলোমিটার বর্গক্ষেত্র এলাকায় তেল আবিষ্কৃত হওয়ার কথা।

নিত্যানন্দ রাই তেলের ভাণ্ডার পেয়েছেন বলে দাবি করে বলেন, “পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে কথা বলে দাবি করতে পারি, সমস্তিপুরে তেলের ভাণ্ডার পাওয়ার হিসেব সত্যি হতে চলেছে। এখানে যদি ৩০৮ কিলোমিটার বর্গক্ষেত্র এলাকায় তেল পাওয়া যায়, তাহলে বুঝতে পারবেন সমস্তিপুরের পাশাপাশি বিহারেও কী হতে পারে।”