হেলিকপ্টার নামলই না অথচ খরচ ২ কোটি! রেগে আগুন মমতা

লোকসভা নির্বাচনের ঝোড়ো প্রচার শেষ। দলকে ২৯ আসনে বিপুল জয় এনে দিয়ে এবার রাজনৈতিক নেত্রীর (Mamata Banerjee) দায়িত্ব আপাতত দূরে সরিয়ে কড়া প্রশাসকের ভূমিকায় কামব্যাক…

Mamata Elevates Abhishek Banerjee to Lok Sabha Leader, Signaling Consolidation of Leadership and Tighter Coordination Within TMC"

লোকসভা নির্বাচনের ঝোড়ো প্রচার শেষ। দলকে ২৯ আসনে বিপুল জয় এনে দিয়ে এবার রাজনৈতিক নেত্রীর (Mamata Banerjee) দায়িত্ব আপাতত দূরে সরিয়ে কড়া প্রশাসকের ভূমিকায় কামব্যাক তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। আর এরপর যে তিনি তাঁর ট্রেডমার্ক প্রশাসনিক বৈঠকের ঝড় তুলবেন, সেটা ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গিয়েছে।

Advertisements

তবে নবান্ন সূত্রের খবর যে, এবার সরকারি খরচের গড়মিল নিয়ে প্রচণ্ড কড়া পদক্ষেপ করতে চলেছেন মমতা। ইতিমধ্যেই হেলিকপ্টার গ্রাউন্ড তৈরি সংক্রান্ত একটি বিষয়ে বিপুল আর্থিক নয়ছয়ের কথা জানতে পেরেছেন মুখ্যমন্ত্রী। কোন ক্ষেত্রে এই গড়মিল তা স্পষ্ট ভাবে জানা না গেলেও, প্রায় ২ কোটি টাকার নয়ছয় যে হয়েছে, তা মুখ্যমন্ত্রীর বক্তব্যেই স্পষ্ট! শুধু তাই নয়, সূত্রের খবর, কেন কোনও হেলিকপ্টার ল্যান্ড না করলেও, এই বিপুল খরচ হলো তার জবাবদিহিও নাকি চেয়েছেন মমতা!

   

শুধু তাই নয়, উত্তরবঙ্গ সহ রাজ্যের একাধিক জায়গায় শাসক দলের মদতে জোর করে জমি দখলের মত ঘটনার বাড়বাড়ন্ততে তিনি যে যথেষ্টই চিন্তিত তাও পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আত্মীয়কে আগেই প্রার্থী করেছিলেন, এবার কলেজের বান্ধবীকে ভোটের টিকিট দিলেন মমতা!

ওয়াকিবহল মহলের মতে, সপ্তম দফার লোকসভা নির্বাচনের আগেই জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশনের সম্পত্তি জোর করে দখলের অভিযোগ ওঠে, তার পরপরই প্রশাসনিক তৎপরতায় সমস্যার সমাধান হলেও, জমি দখল এবং জলাজমি ভরাটের ক্রমবর্ধমান ঘটনা যে যথেষ্ট চাপে রাখছে তৃণমূল প্রশাসনকে, তা মুখ্যমন্ত্রীর কথাতেই স্পষ্ট।

তবে প্রশাসনের দুর্নীতি এবং বেলাগাম খরচে রাশ টানতে মুখ্যমন্ত্রী যে মরিয়া, সেটা তাঁর প্রশাসনিক বৈঠকের স্থান নির্বাচনের কথা থেকেই স্পষ্ট। জানা যাচ্ছে, এবার থেকে সমস্ত প্রশাসনিক বৈঠকই সরকারি গেস্ট হাউজে বা হলে করতে নির্দেশ দিয়েছেন মমতা! সেক্ষেত্রে খরচ কমানো থেকে শুরু করে, সরকারি টাকার বেলাগাম খরচা অনেকটাই কমানো যাবে বলে মনে করছেন নবান্নের উচ্চপদস্থ আধিকারিক মহলের একাংশ।

মান-অভিমান অতীত! কুণাল ঘোষকে বিরাট দায়িত্ব দিলেন মমতা