Mamata Banerjee: শুভেন্দুর খাসতালুকে এর আগে যা করেননি কোনও মুখ্যমন্ত্রী, লক্ষ্মীবারে তাই করবেন মমতা!

একুশের বিধানসভা ভোটে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে হেরে গিয়েছিলেন (Mamata Banerjee)। ১৯৫৬ ভোটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ নিয়ে প্রায়শই…

coochbehar-15-panchayat-members-left-bjp-and-joined-trinamool-congress

একুশের বিধানসভা ভোটে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে হেরে গিয়েছিলেন (Mamata Banerjee)। ১৯৫৬ ভোটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ নিয়ে প্রায়শই মমতাকে খোঁচা দেন শুভেন্দু। লোকসভা ভোটের প্রচারে সেই শুভেন্দুর খাসতালুক কাঁথিতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ মে কাঁথিতে নজরকাড়া কর্মসূচি রয়েছে তৃণমূল সুপ্রিমোর।

তমলুকের তৃণমূল প্রার্থী তথা দলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য এবং কাঁথির তৃণমূল প্রার্থী উত্তম বারিকের সমর্থনে প্রচার চালাতেই পূর্ব মেদিনীপুরে আসছেন মমতা। ১৬ মে প্রথমে কাঁথিতে রোড শো করবেন মমতা। এরপর মারিশদার দুরমুটে জনসভা করার কথা ছিল তাঁর। সেই মতো আজ, সোমবার সকালে দুরমুটে একটি মাঠ পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষী থেকে পূর্ব মেদিনীপুর পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা।

   

কাঁথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি ও কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি পন্ডা সহ তৃণমূলের অন্যান্য নেতারাও মাঠ পরিদর্শন করেন। যদিও পরবর্তীতে দুরমুঠে জনসভা বাতিল হয়ে যায়। এরপর ঠিক হয় কাঁথি শহরে পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তৃণমূল নেতৃত্ব থেকে প্রশাসনের আধিকারিকেরা। শুভেন্দুর পাড়ায় মুখ্যমন্ত্রী পদযাত্রাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে।

Birbhum: বীরভূমের ভোটে ‘কেষ্ট দাওয়াই’ মনে করাতে অভিনব উদ্যোগ, দেদারে বিলি বাতাসা-নকুলদানা!

আগামী ১৬ মে অর্থাৎ বৃহস্পতিবার হেলিকপ্টারে করে শিল্পনগরী হলদিয়ায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তমলুক লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে হলদিয়াতে একটি জনসভা করবেন। সেখান থেকে হেলিকপ্টারে করে কাঁথি পৌঁছবেন। সেখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিকের সমর্থনে কাঁথি শহরে পদযাত্রা করবেন। এরপর মেদিনীপুর কেন্দ্রের প্রার্থী জুন মালিয়ার সমর্থনে এগরায় একটি জনসভা রয়েছে মুখ্যমন্ত্রীর।

কাঁথি পুরসভার পুরপ্রধান তথা কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, ১৭ মে মুখ্যমন্ত্রীর পূর্ব মেদিনীপুরে কর্মসূচি ছিল। কিন্তু সেটা পরিবর্তন হয়ে আগামী ১৬ মে হয়েছে। সেদিন মুখ্যমন্ত্রীর দুটি কর্মসূচি রয়েছে। হলদিয়াতে জনসভা করবেন। এরপর কাঁথিতে মুখ্যমন্ত্রী পদযাত্রা করবেন। মুখ্যমন্ত্রীর সেই কর্মসূচির জন্য জেলা প্রশাসনের সঙ্গে আজ বৈঠক হল। এই রাজ্যে এর আগে কোনও মুখ্যমন্ত্রী কাঁথি শহরে পদযাত্রা করেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক পদযাত্রা করবেন।

Lok Sabha Election 2024: হইহই করে এগিয়ে মমতার বাংলা, সব রাজ্যেকে ফুৎকারে উড়িয়ে…

মুখ্যমন্ত্রীর কাঁথির পদযাত্রা নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি নেতারা। কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তথা দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপকুমার দাস বলেন, যে মুখ্যমন্ত্রী জনসভা থেকে মেদিনীপুরে মানুষকে গদ্দার বলেন, সেই গদ্দারের জেলায় এসে হাতজোড় করে ভোট ভিক্ষা চাইবেন তিনি। মেদিনীপুরের মানুষ ভোটে এর যোগ্য জবাব দেব।