তিহাড়ে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। কিন্তু তাঁর দেখানো পথেই সোমবার সারাদিন ভোট ম্যানেজে ব্যস্ত থাকলেন কেষ্টর অনুগামীরা। ২০২৪ সালের লোকসভা ভোটের দিনও লালমাটির বীরভূমে বিলি হল বাতাসা, নকুলদানা। যা মনে করাচ্ছে জেলার তৃণমূল সভাপতির ‘গুড়-তাসা তত্ত্ব’।
চতুর্থ দফা লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) ভোটগ্রহণ চলছে বীরভূমের দুই কেন্দ্র – বীরভূম ও বোলপুর কেন্দ্রে। সকাল থেকে মোটের উপর নির্বিঘ্নেই হচ্ছে ভোটগ্রহণ পর্ব। এই প্রথম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সশরীরে না থাকায় দলীয় কর্মীরা যেন একটু হলেও মনমরা। যেন অভিভাবকের অভাব বোধ করছেন তাঁরা।
Loksabha Election 2024: চিটচিটে ঘামে দিলীপ-কীর্তির কোলাকুলি, একাধিক গ্রামে নীরবে বাম ভোট!
তবে রয়েছে কেষ্টর কায়দায় বাতাসা, নকুলদানা। এ দিন দেকা গেল, বোলপুর (Bolpur) পুরসভার ১ নম্বর ওয়ার্ডে গোয়ালপাড়া এলাকায় তৃণমূল কাউন্সিলরের স্বামী বাবু দাস বাতাসা, নকুলদানা ও পানীয় জল বিলি করছেন ভোটারদের। তাঁর নেতৃত্বেই তৃণমূল কর্মীরা থালাভর্তি বাতাসা, নকুলদানা নিয়ে হাতে হাতে বিলি করছেন। সাধারণ ভোটারদেরই তীব্র গরমে শীতল থাকার এসব দাওয়াই দেওয়া হচ্ছে। ঠিক যেমনটা হত অনুব্রত মণ্ডলের আমলে ভোটের দিন।