Maoists Threat: মাওবাদীদের প্রতিরোধে জঙ্গলমহলে বিশেষ ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Chief Minister mamata banerjee

জঙ্গলমহলের জেলাগুলিতে বেড়েছে মাওবাদী (Maoists) দাপট। আগামী ১৫ দিন জারি করা হয়েছে হাই এলার্ট। পড়ছে হুমকি পোস্টার। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ার সর্বত্র আতঙ্ক। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মাওবাদীদের প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নিতে বললেন।

Advertisements

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, একটা-দুটো পোস্টার বিজেপি লাগিয়ে দিয়েছে। আর তা নিয়ে কোনও কোনও টিভি চ্যানেল মাওবাদী-মাওবাদী বলে রাজনীতি করছে। মানুষের মধ্যে ভয় ঢোকাচ্ছে।

   

ইতিমধ্যেই ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের ইস্টার্ন জ়োনাল কাউন্সিলের বৈঠকে মাওবাদীদের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে রাজ্য সরকার।

Advertisements

নবান্ন থেকে জঙ্গলমহলের জেলা প্রশাসন কর্তাদের আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ দেন মমতা। পাশাপাশি স্থানীয় স্তরে মানুষের মধ্য থেকে মাও ভয় কাটাতে আরও পদক্ষেপ নিতে বলেন। একইসঙ্গে কোনও মাওবাদী যদি ঝাড়খণ্ড সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করে থাকে তবে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন,বেলপাহাড়ি সীমান্ত থেকে ঢোকা কিছু মাওবাদীই নতুন করে সমস্যা তৈরি করছে। কিন্তু মুখ্যমন্ত্রী দাবি করলেও তা মানতে এদিন রাজি হননি জেলা প্রশাসনের কর্তারা। তাতে খানিক ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।