LIC: এলআইসি-র আইপিও-তে বাম্পার কামাইয়ের আশা! চলতি সপ্তাহেই মিলতে পারে সুযোগ

গতবছর আইপিও থেকে প্রচুর কামিয়েছিলেন বিনিয়োগকারীরা। চলতি অর্থবর্ষে এলআইসি-র আইপিও-তে বাম্পার কামাইয়ের আশায় তাঁরা। এলআইসি অপেক্ষার মাঝেই চলতি সপ্তাহে আসছে জোড়া আইপিও। যার মিলিত আর্থিক…

গতবছর আইপিও থেকে প্রচুর কামিয়েছিলেন বিনিয়োগকারীরা। চলতি অর্থবর্ষে এলআইসি-র আইপিও-তে বাম্পার কামাইয়ের আশায় তাঁরা। এলআইসি অপেক্ষার মাঝেই চলতি সপ্তাহে আসছে জোড়া আইপিও। যার মিলিত আর্থিক মূল্য প্রায় ৩,০০০ কোটি টাকা।

১,৪০০ কোটি টাকা মূল্যের ক্যাম্পাস আইপিও

চলতি সপ্তাহে আসছে ক্যাম্পাস অ্যাক্টিভওয়্যার আইপিও। জুতো এবং ক্রীড়া সরঞ্জাম তৈরি করে এই সংস্থা। ২৬ এপ্রিল থেকে লগ্নি করতে পারবেন বিনিয়োগকারীরা। শেষ তারিখ ২৮ এপ্রিল। আইপিও-র মূল্য ১৪০০.১৪ কোটি টাকা। IPO-এর জন্য কোম্পানি ৫ টাকার ফেস ভ্যালুর প্রতিটি শেয়ারের জন্য ২৭৮-২৯২ টাকা ইস্যু মূল্য নির্ধারণ করেছে। এটি পুরোপুরি অফার ফর সেল আইপিও। কোম্পানির প্রোমোটার এবং শেয়ারহোল্ডাররা ৪ কোটি ৭৯ লক্ষ শেয়ার বিক্রি করবেন। ৯ মে বাজারে তালিকাভুক্ত হবে এই আইপিও।

রেইনবো মেডিকেয়ার আইপিও

চলতি সপ্তাহে আসছে রেইনবো চিলড্রেনস মেডিকেয়ারের আইপিও। এটি ২৭ এপ্রিল খুলবে। বন্ধ হবে ২৯ এপ্রিল। যেখানে শেয়ারবাজারে তালিকাভুক্তি হওয়ার কথা ১০ মে। ১,৫৯৫.৫৯ কোটি টাকার এই আইপিওর জন্য শেয়ার প্রতি প্রাইস ব্যান্ড ৫১৬-৫৪২ টাকা। ২৮০ কোটির শেয়ার বাজারে ছাড়বে কোম্পানি। রেইনবো চিলড্রেনস মেডিকেয়ার ১৯৯৯ সাল থেকে শিশুদের জন্য মাল্টি-স্পেশালিটি হাসপাতালের চেইন চালায়। বর্তমানে ৬টি শহরে ১৪টি হাসপাতাল এবং ৩টি সিটি ক্লিনিক রয়েছে সংস্থার।

এলআইসি আইপিও

এলআইসির আইপিও-র জন্য চলতি সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোম্পানিকে IPO আনার জন্য ১২ মে পর্যন্ত সময় দিয়েছে সেবি। এমতাবস্থায় কোম্পানিটিকে যদি আইপিও আনতে হয় চলতি সপ্তাহেই সিদ্ধান্ত নিতে হবে। যদি এই সংক্রান্ত প্রক্রিয়া এগিয়ে না থাকে তাহলে বাজার নিয়ন্ত্রকের কাছ থেকে নতুন করে অনুমতির দরকার সংস্থার। ৩১ মার্চের আগে গত আর্থিক বছরে এলআইসির আইপিও আনতে চেয়েছিল সরকার। কিন্তু রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে তা পিছিয়ে দিতে হয়।