Sony Music: রাশিয়ায় সমস্ত কাজ স্থগিত করল সোনি মিউজিক।

নেটফ্লিক্স-এর পর এবার রাশিয়ায় নিজেদের সমস্ত কাজ স্থগিত করল লেবেল সোনি মিউজিক। ইউক্রেনে হামলা চালানোর দুই সপ্তাহের পর থেকেই কয়েক ধরনের নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে রাশিয়া।…

after-netflix-sony-music-bans-in-russia

নেটফ্লিক্স-এর পর এবার রাশিয়ায় নিজেদের সমস্ত কাজ স্থগিত করল লেবেল সোনি মিউজিক। ইউক্রেনে হামলা চালানোর দুই সপ্তাহের পর থেকেই কয়েক ধরনের নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে রাশিয়া। ( Sony Music ) বর্তমানে রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে বহুজাতিক কোম্পানিগুলো। এমনকি বেশ কয়েকটি আন্তর্জাতিক কোম্পানি রাশিয়ার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন স্থগিত করার ঘোষণা দিয়েছে।

মিঠাই-সিডের সঙ্গে বাজিমাত করল উর্মি 

   

ইউনিভার্সাল মিউজিক গ্রুপ ঘোষণা করেছে যে মঙ্গলবার সে দেশে তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তিনটি প্রধান লেবেল “ইউনিভার্সাল, সনি এবং ওয়ার্নার”-এর রাশিয়ায় স্থানীয় লেবেল এবং অপারেশন রয়েছে। এই তিন সংস্থাই ইউক্রেনের জন্য ত্রাণে দান করেছে। ( Sony Music ) তবে রাশিয়ায় কার্যক্রমের ব্যাপারে ‘ওয়ার্নার’ এখনও কোনও ঘোষণা করেনি। সূত্র মারফত জানা যাচ্ছে যে সংস্থার কর্মীরা অনির্ধারিত সময়ের জন্য তাঁদের বেতন পেতে থাকবে; শিল্পীদের পরিস্থিতি নিয়ে এখনও আলোচনা চলছে।

দীপিকা থেকে ক্যাটরিনা, সোনাম-বলি ব্রাইডদের তাকে ছাড়া চলে না: মুখোমুখি ডলি জৈন 

<

p style=”text-align: justify;”>দিন কয়েক আগে রাশিয়ায় নিজেদের পরিষেবা বন্ধ করে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স । ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণ ও আগ্রাসনের কারণে সে দেশে পরিষেবা স্থগিত করে নেটফ্লিক্স। নেটফ্লিক্সের এক মুখপাত্র বলেন, ‘যে পরিস্থিতি চলছে সেই পরিপ্রেক্ষিতে, আমরা রাশিয়ায় আমাদের পরিষেবা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।’