Sandeshkhali Row: ৫০ জনেরও বেশি আদিবাসী মহিলাকে ধর্ষণ! চিঠি গেল মমতার কাছে

সন্দেশখালি (Sandeshkhali Row)-কে নিয়ে এখন গোটা দেশজুড়ে আলোচনা হচ্ছে। দফায় দফায় উত্তর ২৪ পরগণার এই ছোট্ট গ্রামটি অশান্ত হয়ে উঠছে। স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে রীতিমতো ফুঁসছেন সাধারণ গ্রামবাসী। এরই মাঝে সন্দেশখালিকাণ্ডে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই (Vishnu Deo Sai)।

তিনি চিঠিতে লিখেছেন, ‘সন্দেশখালিকাণ্ডে শেখ শাহজাহান (Sheikh Shahjahan), শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন। এদের রক্ষা কর্তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নিন।’ এই চিঠিতে সেখানকার কিছু মহিলাদের ওপর ধর্ষণ, জমি জবরদখলের উল্লেখও রয়েছে। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, ‘সন্দেশখালি ইস্যুতে জাতীয় আদিবাসী কমিশনের রিপোর্ট নৃশংস ও হৃদয় বিদারক। বাংলার মা বোনেদের সঙ্গে যেটা ঘটছে সেটা খুবই হৃদয়বিদারক।’

   

‘রাজনৈতিক অবস্থা ছেড়ে উঠে আসুন,’ চিঠিতে ঠিক এমনই মমতাকে আর্জি জানিয়েছেন বিষ্ণুদেও সাই।পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালিতে উত্তেজনা চলছে৷ তৃণমূলের প্রভাবশালী নেতা শাজাহান শেখ ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে জোর করে জমি দখল ও যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন সেখানকার স্থানীয় মহিলারা৷

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে হিন্দিতে লেখা চিঠির একটি ছবি শেয়ার করে বলেছেন, পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে ৫০ জনেরও বেশি আদিবাসী সম্প্রদায়ের মহিলাকে নৃশংসভাবে ধর্ষণ এবং আদিবাসীদের জমি দখলের মতো ঘটনাগুলি লজ্জাজনক।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন