Murshidabad: ডোমকল বিডিও দফতর ঘিরে তৃণমূল, সংঘর্ষে জড়াল বাম-কংগ্রেস

আজ রণক্ষেত্র ডোমকল। মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় বাম-কংগ্রেসকে বাধা দেয় তৃণমূল, এমনটাই অভিযোগ। তৃণমূলের সসস্ত্র বাহিনী ঘিরে রাখে বিডিও অফিস বলে অভিযোগ। মনোনয়ন পর্বের…

Murshidabad: ডোমকল বিডিও দফতর ঘিরে তৃণমূল, সংঘর্ষে জড়াল বাম-কংগ্রেস

আজ রণক্ষেত্র ডোমকল। মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় বাম-কংগ্রেসকে বাধা দেয় তৃণমূল, এমনটাই অভিযোগ। তৃণমূলের সসস্ত্র বাহিনী ঘিরে রাখে বিডিও অফিস বলে অভিযোগ। মনোনয়ন পর্বের দ্বিতীয় দিনে তুলকালাম ডোমকল।

তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা ছিল পঞ্চায়েত ভোটে বিরোধীরা নির্বিঘ্নে মনোনয়ন জমা করতে পারবে। তাঁর বার্তা উড়িয়ে দিল খোদ তৃণমূল বলে অভিযোগ। ডোমকলে সরকারি দফতর ঘিরে রেখেছে তৃণমূল সশস্ত্র বাহিনী বলে অভিযোগ। তাদের রুখতে বাম ও কংগ্রেস পাল্টা হামলায়। রণক্ষেত্র ডোমকল।Murshidabad: ডোমকল বিডিও দফতর ঘিরে তৃণমূল, সংঘর্ষে জড়াল বাম-কংগ্রেস

Advertisements

ডোমকল বিডিও দফতরে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় বাম-কংগ্রেস সমর্থকরা দেখে তৃণমূলের সসস্ত্র বাহিনী ঘিরে রেখেছে। এরপরই শুরু হয় দুই পক্ষের মধ্যে বচসা। বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পরে কর্মী-সমর্থকরা। এরপর লাঠি নিয়ে ছুটে যায় একে ওপরের দিকে, ধন্ধুমার পরিস্থিতি হয় বলেই অভিযোগ।