বিজেপি বিধায়কের গাড়ি আটক পুলিশের, শিলিগুড়িতে বিজেপি পুলিশ তুমুল ধস্তাধস্তি

দেশজুড়ে আজ প্রথম দফার নির্বাচন। ২১ রাজ্যের ১০২ কেন্দ্রে ভোট গ্রহণ। যার মধ্যে রয়েছে রাজ্যের তিনটি কেন্দ্র। উত্তরের তিন কেন্দ্র কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোট।…

দেশজুড়ে আজ প্রথম দফার নির্বাচন। ২১ রাজ্যের ১০২ কেন্দ্রে ভোট গ্রহণ। যার মধ্যে রয়েছে রাজ্যের তিনটি কেন্দ্র। উত্তরের তিন কেন্দ্র কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোট। বিক্ষিপ্ত অশান্তির মধ্যে চলছে ভোট গ্রহণ। কোচবিহারের মত অশান্তির আ৺চে পুড়ল জলপাইগুড়ি কেন্দ্রটিও।

জলপাইগুড়িতে বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল। ডাবগ্ৰআম ফুলবাড়ীর বিধায়কের গাড়ি আটকায় পুলিশ। বিধায়ককে গ্ৰফতারের চেষ্টা করা হয় বলেও অভিযোগ। এরপরই শুরু হয় বিজেপি ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি। বিজেপির তরফ থেকে ওঠে জয় শ্রী রাম স্লোগান। এদিকে পুলিশ ও দলীয় কর্মীদের ধস্তাধস্তির ফাকে গাড়ি নিয়ে এলাকা ছাড়েন বিজেপি বিধায়ক।

কিন্তু কেন শিখা চট্টোপাধ্যায়ের গাড়ি আটক করল পুলিশ? পুলিশের অভিযোগ শিখা চট্টোপাধ্যায় বুথের ৩৩ মিটারের মধ্যে ছিলেন যা নিষিদ্ধ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তাঁর দাবি, ‘ আমি সবসময় মানুষের পাশে থাকি। তাই আমাকে আটকানোর চেষ্টা চলছে’। তাঁর আরও দাবি ‘ ৩৩ নম্বর ওয়ার্ড তৃণমূলের মেয়র গৌতম দেবের। ওখানে মানুষ কোনো পরিষেবা পান না। তাই তৃণমূল ভোট পাবে না। আমাকে আটকে মোড় ঘোরানোর চেষ্টা যাতে ছাপ্পা দিতে পারে।’

পাল্টা ভোটে অশান্তির চেষ্টার অভিযোগ করেছেন তৃণমূলের গৌতম দেব। তার অভিযোগ শান্তি নষ্ট করতে চাইছেন শিখা দেবী। উনি বুঝে গিয়েছেন বিজেপি এখানে হাড়চ্ছে।