Mirchi Agni: ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন অগ্নি

এক ভিডিওকে কেন্দ্র করে তুমুল বিতর্ক। ইস্টবেঙ্গল সমর্থকদের ক্ষোভের মুখে পড়েছেন জনপ্রিয় রেডিও জকি অগ্নি। শেষ পর্যন্ত নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করে ক্ষমা…

Mirchi Agni

এক ভিডিওকে কেন্দ্র করে তুমুল বিতর্ক। ইস্টবেঙ্গল সমর্থকদের ক্ষোভের মুখে পড়েছেন জনপ্রিয় রেডিও জকি অগ্নি। শেষ পর্যন্ত নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করে ক্ষমা চেয়েছেন অগ্নি (Mirchi Agni)।

দুই জনপ্রিয় ব্যক্তিত্বকে নিয়ে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল। ভিডিওতে একজন ছিলেন মোহনাবাগান সমর্থকের ভূমিকায়। অন্যজন ইস্টবেঙ্গল সমর্থকের ভূমিকায়। ইস্টবেঙ্গল সমর্থকের ভূমিকায় ছিলেন অগ্নি। ভিডিও প্রকাশ হওয়ার পর থেকে শুরু হয় তুমুল সমালোচনা। সোশ্যাল মিডিয়া, ইস্টবেঙ্গল ও মোহনবাগানের বিভিন্ন ফ্যান গ্রুপে এই ভিডিওর সমালোচনা করা হয় তীব্রভাবে।

ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান দ্বন্দ্ব সব সময় ভারতীয় ফুটবল প্রেমীদের আলোচনার অন্যতম বিষয়। কিন্তু এটাও মাথায় রাখতে হয় যে দুই দলের সমর্থকদের সঙ্গে ক্লাবের আবেগ জড়িয়ে রয়েছে। সমালোচিত ভিডিওতে সমর্থকদের আবেগের কথা মাথায় রাখা হয়নি বলে অভিযোগ। ইস্টবেঙ্গলের জার্সিকে অসম্মান করা হয়েছে বলেও সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে।

সোশ্যাল মিডিয়া পোস্টে অগ্নি লিখেছেন, “ভুল স্বীকার করায় কোন লজ্জা আমার কোনদিনই নেই। সমস্ত সমর্থকদের কাছে এবং সর্বোপরি আমার হৃদয়ের টুকরো দলের কাছে নতমস্তকে ক্ষমা চাইছি (যদিও উদ্দেশ্য ছিল স্রেফ নির্মল মজা)। বারুদ মশালের আগুন আমার কাছেও আবেগ, জার্সি মানে আমার কাছেও লড়াইয়ের প্রতীক। এটুকুই বলতে পারি ভালো, খারাপ নির্বিশেষে লাল হলুদ ছিলাম, আছি, থাকবো। জয় ইস্টবেঙ্গল।”

অগ্নি নিজের ভুল স্বীকার করলেও এখনই ঠাণ্ডা হচ্ছেন না ইস্টবেঙ্গল সমর্থকরা। পোস্টের কমেন্ট বক্সে একবার চোখ বোলালেই স্পষ্ট, ফুটবল প্রেমীরা গোটা ঘটনায় কতটা ক্ষুব্ধ।