খেজুরিতে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ঘিরে উত্তেজনা তুঙ্গে

পূর্ব মেদিনীপুরের খেজুরিতে গতকাল বিজেপির ৯ জন বিজয়ী প্রার্থীর মধ্যে ২ জন তৃণমূলে যোগদান করে। এরপর থেকেই এলাকায় উত্তেজনার পারদ ক্রমশ বেড়েই চলেছে। একদিকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে তাদের দলের দুজনকে জোর করে তৃণমূলে যোগদান করানো হয়েছে। তাদের দাবি, জোর করে তৃণমূল তাদের তুলে নিয়ে গিয়ে যোগদান করিয়েছে।

যদিও তৃণমূলের পক্ষ থেকে সেই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনার পর আজ এই এলাকায় শুরু হবে বোর্ড গঠন। এর আগেই গোটা এলাকা জুড়ে ছড়িয়েছে তুমুল উত্তেজনা। ঘটনাস্থলে মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

   

ব্লক অফিসের দুপাশেই ব্যারিকেট করে দুই দলের সমর্থকদের আটকে দেওয়া হয়েছে। এরপর কাঁথির SDPO সাহেব যখন এই রাস্তা দিয়ে আসতে যায় তখন বিজেপি সমর্থকরা তাকে ঘিরে বিক্ষোভ শুরু করে।

কারণ গতকাল থেকেই তারা বারংবার অভিযোগ করছিল যে, বিভিন্ন জায়গা থেকে তাদের দলীয়কর্মী সমর্থকদের ভয় দেখানো হচ্ছে। সেখানে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে পুলিশ। এই অভিযোগের ভিত্তিতেই আজ তারা বিক্ষোভ শুরু করে।

তবে তৃণমূলের পক্ষ থেকে এই প্রার্থীকে তুলে নিয়ে যাওয়া বা ভয় দেখানোর অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। গোটা এলাকা জুড়ে উত্তেজনা তুঙ্গে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন