Mohammedan SC: ৮ ম্যাচে ৮ গোল করে সাড়া ফেলেছেন তরুণ ‘ব্ল্যাকপান্থার’

অদূর ভবিষ্যতে ইন্ডিয়ান সুপার লীগ খেলার লক্ষ্য নিয়ে এগোচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। গত দুই মরসুমে ভালো ফুটবল খেলেছে কলকাতার অন্যতম প্রধান এই ক্লাব।

David Lalhlansanga

অদূর ভবিষ্যতে ইন্ডিয়ান সুপার লীগ খেলার লক্ষ্য নিয়ে এগোচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। গত দুই মরসুমে ভালো ফুটবল খেলেছে কলকাতার অন্যতম প্রধান এই ক্লাব। চলতি মরসুমের শুরুটাও ভালো করেছে মহামেডান। নজর কাড়ছেন দলের এক তরুণ ফুটবলার।

পারফরম্যান্সের জোরে দৃষ্টি আকর্ষণ করেছেন David Lalhlansanga। একুশ বছর বয়সী এই ফরোয়ার্ড সম্প্রতি সময়ের প্রায় প্রতি ম্যাচে গোল করেছেন। আইজল এফসি থেকে উঠে আসা ডেভিড মহামেডান স্পোর্টিং ক্লাবের গোলমেশিন হয়ে উঠছেন ক্রমে। পরিসংখ্যান অনুযায়ী, আট ম্যাচে আটটি গোল করার নজির তৈরি করেছেন David Lalhlansanga। কলকাতা ফুটবল লীগের পাশাপাশি Durand Cup-এও গোল করে চলেছেন উদীয়মান এই ফুটবলার। দুই টুর্নামেন্ট মিলিয়ে ইতিমধ্যে আট গোল করেছেন।

ক্যালকাটা ফুটবল ক্লাবের বিরুদ্ধে করেছিলেন জোড়া গোল। গোল করেছেন ইউনাইটেড, পাঠচক্র, পিয়ারলেস, মুম্বই সিটি এফসি, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে গোল করেছেন ডেভিড। দল হিসেবেও মোটের ওপর মন্দ খেলছে না মহামেডান স্পোর্টিং ক্লাব। ডেভিড ব্যক্তিগত ভাবে গোল করলেও দল হিসেবে ক্লাবের পারফরম্যান্সে ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা গিয়েছে।

ডেভিড নিজের ফর্ম ধরে রাখতে পারলে অচিরেই ভারতীয় ফুটবল আকাশের নক্ষত্র হয়ে উঠতে পারেন। সেই সঙ্গে দেশের সর্বোচ্চ ফুটবল লীগেও খেলার সম্ভাবনা প্রবল হবে। দেশের সর্বোচ্চ ফুটবল লীগে খেলার টার্গেট সেট করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। বিনিয়োগকারী কোম্পানির সঙ্গে কিছু সমস্যার কথা অতীতে শোনা গেলেও মূল লক্ষ্যে ক্লাব এখনও অবিচল। আই লীগ সেরা হলে ইন্ডিয়ান সুপার লীগে প্রবেশ দরজা খুলে যাবে ক্লাবের সামনে। যদিও আসন্ন আই লীগ হতে চলেছে আরও হাড্ডাহাড্ডি। তাই প্রত্যাশিত ফলাফলের জন্য ডেভিডের পাশাপাশি জ্বলে উঠতে হবে আরও একাধিক খেলোয়াড়কে।