Football News: তরুণ ফুটবলারদের সব থেকে বেশি সুযোগ দিয়েছে এই ক্লাবগুলো

ভারতের সর্বোচ্চ ফুটবল (football) টুর্নামেন্ট ইন্ডিয়ান সুপার লীগ। সেখানে নামীদামী ফুটবলারদের ছড়াছড়ি। বেশিরভাগ ফুটবলার ইতিমধ্যে নিজের নিজের ক্ষেত্রে প্রতিষ্ঠিত।

football

ভারতের সর্বোচ্চ ফুটবল (football) টুর্নামেন্ট ইন্ডিয়ান সুপার লীগ। সেখানে নামীদামী ফুটবলারদের ছড়াছড়ি। বেশিরভাগ ফুটবলার ইতিমধ্যে নিজের নিজের ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কিন্তু ভারতীয় ফুটবলের সাপ্লাই লাইন? যারা মাঠ নিয়ে চর্চা করেন তারা জানেন যে তৃণমূল স্তর থেকে ফুটবলার উঠে না এলে সিনিয়র দলের অগ্রগতি অচিরে থমকে যেতে পারে।

আগামী দিনের সম্ভাব্য তারকাদের সব থেকে বেশি সুযোগ দিচ্ছে আই লীগের ক্লাবগুলো। ভারতীয় ফুটবলের তথাকথিত নামী ক্লাবের পাশপাশি সম্ভাবনাময় ফুটবলারদের সব থেকে বেশি সুযোগ দেওয়ার ব্যাপারে এগিয়ে দেশের দ্বিতীয় সেরা ফুটবল টুর্নামেন্ট। গত মরসুমের পরিসংখ্যান অনুযায়ী আই লীগে খেলেছেন বহু উদীয়মান ফুটবলার। সব থেকে বেশি সময় মাঠে কাটিয়েছেন Likmabam Rakeeh।

দুই হাজারের বেশি মিনিট তিনি খেলেছেন Neroca ফুটবল ক্লাবের হয়ে। Neroca এফসির আরও একাধিক ফুটবলার রয়েছেন এই তালিকায়। Tangva Ragui এবং Singson খেলেছেন যথাক্রমে উনিশশো এবং সতেরোশো মিনিট করে। এছাড়াও আই লীগের একাধিক ক্লাব তরুণ খেলোয়াড়দের বেশি সময় দেওয়ার ব্যাপারে এগিয়ে রয়েছে।

সুদেভা দিল্লি ফুটবল ক্লাব, চার্চিল ব্রাদার্স, পাঞ্জাব এফসি, গোকুলাম কেরালা ফুটবল ক্লাব নতুনদের বেশি করে সুযোগ দিয়েছে গত মরসুমের আই লীগে। Sudeva Delhi ক্লাবের হয়ে হাজারের বেশি মিনিট মাঠে থেকেছেন ১৭ বছর বয়সী এক ফুটবলার। তিনি Lawmnasangzuala। পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সাল থেকে দিল্লির এই ক্লাবের সঙ্গে রয়েছেন মিজোরামের এই ফুটবলার। ইতিমধ্যে খেলেছেন তিরিশের বেশি ম্যাচ। করেছেন গোল।