সন্তুষ্ট নয় জবাবে! ফের ইডি-র তলব রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে

Chandranath Sinha ED Summons

কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের একবার তলব করা হল রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। এই নিয়ে তৃতীয়বার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সূত্রের খবর, আগের দুই দফার জিজ্ঞাসাবাদে মন্ত্রীর উত্তর নিয়ে সন্তুষ্ট নয় তদন্তকারী সংস্থা। তাই বুধবার (২২ অক্টোবর) তাঁকে আবার হাজিরা দিতে বলা হয়েছে।

Advertisements

বোলপুরের বাড়িতে তল্লাশি

উল্লেখ্য, ২০২৪ সালের মার্চ মাসে এই মামলায় চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। সেখান থেকে নগদ ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়। যদিও তখন তাঁকে গ্রেফতার করা হয়নি।

পরে তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে। গত ৬ সেপ্টেম্বর বিশেষ ইডি আদালতে আত্মসমর্পণ করেন তিনি। ইডি সাত দিনের হেফাজতের আবেদন করলেও আদালত তাঁকে জামিন দেয়। এরপর তাঁর জামিনের মেয়াদ বাড়ানো হয়।

কঠোর পদক্ষেপ নয় Chandranath Sinha ED Summons

আদালত তখন স্পষ্ট নির্দেশ দেয়, ইডি আধিকারিকরা মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন, তবে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। বিকেল ৫টার আগে তাঁকে ছেড়ে দিতে হবে। এমনকী, আদালত জানায়, দুই দিনের জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট না হলে ফের সমন পাঠানো যাবে। সেই নির্দেশ মেনেই ফের তলব করা হয়েছে চন্দ্রনাথ সিনহাকে।

Advertisements

চন্দ্রনাথের আইনজীবী আদালতে যুক্তি দিয়েছিলেন, “তদন্তের জন্য হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই। চার্জশিট জমা দেওয়ার পর আবার পিছন ফিরে পুরনো কী তদন্ত করতে চাইছে?”

এই মামলায় চন্দ্রনাথ সিনহার নাম যুক্ত হওয়ার পর থেকেই তিনি ইডির নজরবন্দি। তদন্তে গতি আনতে এবং আরও তথ্য সংগ্রহের উদ্দেশ্যে তাঁকে ফের তলব করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং কেন্দ্রীয় সংস্থার সক্রিয়তা রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। আগামী দিনে এই মামলার গতিপ্রকৃতি রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।