West Bengal: মমতার শাসনে ৮ হাজার সরকারি বিদ্যালয় বন্ধের মুখে

ভগ্ন দশায় পশ্চিমবঙ্গের (West Bengal) বহু সরকারি স্কুল (Government Schools)। দিনের পর দিন কমছে পড়ুয়া সংখ্যা। কেবল পড়ুয়ার অভাবে ৮ হাজার স্কুল বন্ধের মুখে।

Schools in West Bengal

ভগ্ন দশায় পশ্চিমবঙ্গের (West Bengal) বহু সরকারি স্কুল (Government Schools)। দিনের পর দিন কমছে পড়ুয়া সংখ্যা। কেবল পড়ুয়ার অভাবে ৮ হাজার স্কুল বন্ধের মুখে। চাঞ্চল্যকর তথ্য সরকারি হিসেবে। ৮ হাজার ২০৭ টি স্কুলে পড়ুয়া সংখ্যা নেমে দাড়িয়েছে ৫০-এর কম। পড়ুয়া শূন্য ২২৬ স্কুলে।

দিনের পর দিন কমছে সরকারি স্কুলের ছাত্র সংখ্যা। রাজ্য সরকারের তরফে স্কুল শিক্ষা দফতরের তরফে রিপোর্ট পেশ করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, পড়ুয়ার অভাবে ৮ হাজার স্কুল প্রায় বন্ধের মুখে।

সরকারি রিপোর্টে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। দার্জিলিং থেকে কলকাতা রাজ্য জুড়ে বিভিন্ন জেলার এই সরকারি স্কুল গুলো বন্ধের মুখে। প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর, পর্যন্ত বিভিন্ন স্কুল রয়েছে। মূলত প্রাথমিক উচ্চ প্রাথমিক স্কুলের সংখ্যা বেশি।

দেখা গিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগণা সহ গোটা রাজ্যের বিভিন্ন জেলায় পড়ুয়ার সংখ্যা কমছে। এবং পড়ুয়া শূন্য স্কুলের সংখ্যা ২২৬ টি।

কেনো সরকারি স্কুলে দিনের পর দিন কমছে পড়ুয়া সংখ্যা! ভিড় জমছে বেসরকারি স্কুলে। রাজ্যের শিক্ষা ব্যবস্থার দিন দিন অবনতি। কিছু জায়গায় নেই শিক্ষক শিক্ষিকা। এবার কিছু জায়গায় শূন্য পড়ুয়া সংখ্যা।

রাজ্য সরকারের এই রিপোর্ট ঘিরে জল্পনা তুঙ্গে। তবে কি সরকারি স্কুলে পড়ুয়ারা উন্নত শিক্ষা পাচ্ছে না। যার জন্য তারা স্কুল ছাড়ছে। নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও কারণ।