অনুব্রতহীন বীরভূমে বিরোধীশূন্য জেলা পরিষদ? কাজল শেখের সামনে চ্যালেঞ্জ

পঞ্চায়েত ভোট গণনা চলছে। বীরভূমে তৃণমূলের বড় জয় সংবাদ এলেও বাম কংগ্রেস জোট ও বিজেপি বেশ কিছু আসনে জয়ী। ফলাফল গতি বলছে, জেলায় কিছু পঞ্চায়েত…

Kajal-Sheikh-Anubrata-Monda

পঞ্চায়েত ভোট গণনা চলছে। বীরভূমে তৃণমূলের বড় জয় সংবাদ এলেও বাম কংগ্রেস জোট ও বিজেপি বেশ কিছু আসনে জয়ী। ফলাফল গতি বলছে, জেলায় কিছু পঞ্চায়েত বিরোধী দখলে যাচ্ছে।

বীরভূম রাজনীতির অনুব্রত মডেল। তবে এবার ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে অনুব্রতহীন বীরভূম। তিনি বর্তমানে সুদূর দিল্লিতে তিহারে কারাবন্দি। তবে অনুব্রতর এই অনুপস্থিতিতে বদলায়নি বীরভূমের চেহারা। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকেই কাজল শেখের দাপট দেখেছে গোটা বাংলা। আজ ১১ জুলাই পঞ্চায়েত ভোটের গণনা পর্ব, বীরভূমের গ্রামবাংলা দখল শাসক দলের হাতে না বিরোধীদের হাতে এই নিয়ে জল্পনা তুঙ্গে।

পঞ্চায়েত ভোট এলেই বাংলার অন্যান্য জেলা থাকতো একদিকে আরেকদিকে থাকত বীরভূম। তা একমাত্র সম্ভব হতো এ জেলার দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের জন্য। সে যেন জেলার বাঘ, তার এক হুঙ্কারে কেঁপে উঠতো গোটা জেলার মানুষ। এই প্রথমবার অনুব্রতকে ছাড়া ভোট হচ্ছে জেলায়। কারণ কেষ্ট বর্তমানে সুদূর তিহারে বন্দি।

তবে ‘কেষ্ট’ জেলে যেতেই দলের অন্দরে দাম বেড়েছে নানুরের তৃণমূল নেতা কাজল শেখের। বীরভূমে একটা সময় কাজল শেখের দাপট অনুব্রত মণ্ডলের থেকে কোনও অংশে কম ছিল না। তবে বহু রাজনৈতিক ব্যক্তিত্বরা বলেন, জেলার সংগঠনে অনুব্রতর ক্ষমতা যত বাড়তে শুরু করে, ক্রমেই হারিয়ে যেতে থাকে কাজলের অস্তিত্ব। নানুরের গদাধর হাজরাকে প্রচারের আলোয় আনতে থাকেন অনুব্রত। লুপ্ত হতে থাকে কাজলের ক্ষমতা।

অনুব্রত মণ্ডল না থাকার সুবাদে এবার পঞ্চায়েত ভোটের আগে থেকেই চরাম চরাম, গুর, বাতাসা না থাকলেও কোনো রকম প্রভাব পড়েনি পঞ্চায়েত ভোটে। এ যেন অনুব্রতের ছায়া হয়ে দাঁড়িয়েছে কাজল শেখ। সেই একই সুরে হুমকি হুশিয়ারির সুর ধরা পড়েছে তার মুখে। বাঘ জেলায় না থাকলেও তার প্রতিচ্ছবি তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

এই কাজল শেখের দাপটেই এবার পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকে শুরু করে ভোট পর্ব পর্যন্ত উত্তপ্ত ও থমথমে ছিল গোটা বীরভূম। আজ সেই পঞ্চায়েত ভোটের গণনা পর্ব। অনুব্রত হীন বীরভূমে বিরোধীরা আঁচড় কাটছে। গত পঞ্চায়েত ভোটে এই জেলায় বিরোধী শূন্য জেলা পরিষদ হয়েছিল। এবার সেই ধারা থাকবে না বলেই মনে করা হচ্ছে।