বাংলায় এল কেন্দ্রীয় বাহিনী। শনিবার থেকে শুরু হল রুট মার্চ

আদালতের নির্দেশে নির্বাচন কমিশনের আবেদনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের উদ্যোগে শুক্রবারই রাজ্যে পৌঁছল ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে প্রথম পর্যায়ে ২২ জেলায় ১ কোম্পানি করে কেন্দ্রীয়…

আদালতের নির্দেশে নির্বাচন কমিশনের আবেদনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের উদ্যোগে শুক্রবারই রাজ্যে পৌঁছল ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে প্রথম পর্যায়ে ২২ জেলায় ১ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী পৌঁছায়।

আজ শনিবার থেকে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। পঞ্চায়েত ভোটের নিরাপত্তার সমস্ত দিক খতিয়ে দেখবে কেন্দ্রীয় বাহিনী। কমিশনের আবেদন অনুযায়ী আরও ৩১৫ কোম্পানি বাহিনী খুব শীঘ্রই আসছে বাংলায়। ভোটের আগেই বাংলায় পৌঁছবে বাকি ৫৮৫ কোম্পানি বাহিনী। মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে পঞ্চায়েত ভোটের নিরাপত্তার দায়িত্বে।

কেন্দ্রীয় মন্ত্রক প্রথম দফায় রাজ্যে ৩১৫ কোম্পানি বাহিনী বরাদ্দ করেছে পঞ্চায়েত নির্বাচনের জন্যে। একটি বিজ্ঞপ্তি জারি করে বাহিনীর সংখ্যা জানানো হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের তরফে কেন্দ্রের কাছে মোট ৮২২ কোম্পানি বাহিনী চাওয়া হয়েছিল। বাকি বাহিনী খুব তাড়াতড়ি বরাদ্দ করা হবে বলেই জানা গিয়েছে।

আগামী ৮ জুলাই এক দফায় হবে গ্রাম-বাংলার ভোট পর্ব। তার আগেই রাজ্যে দফায় দফায় বাহিনী আসবে। জানা গিয়েছে যে বরাদ্দ ৩১৫ কোম্পানির মধ্যে রয়েছে ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তা ছাড়াও অন্য রাজ্য থেকে আসবে স্পেশাল আর্মড পুলিশ।

কোন কেন্দ্রীয় বাহিনী কত আসুন দেখে নেওয়া যাক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেখানে বলা হয়েছে যে রাজ্যে পঞ্চায়েতের জন্যে পাঠানো হবে – ৫০ কোম্পানি সিআরপিএফ (CRPF), ৬০ কোম্পানি বিএসএফ (BSF), ২৫ কোম্পানি সিআইএসএফ (CISF), ২০ কোম্পানি আইটিবিপি (ITBP), ২৫ কোম্পানি এসএসবি (SSB), ২০ কোম্পানি আরপিএফ (RPF)

জানা গয়েছে, ১০ কোম্পানি করে পুলিশ আসবে অসম, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে। ২০ কোম্পানি আসবে উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশ থেকে। ত্রিপুরা, মিজোরাম, সিকিল, অরুণাচল প্রদেশ, মেঘালয়া ও মহারাষ্ট্র থেকে ৫ কোম্পানি করে বাহিনী আসবে।