Rampurhat Files: বগটুই গ্রামে ‘তেল ছড়িয়ে ফের পুড়িয়ে মারার’ ভয়

নির্বাক বগটুই গ্রামের একটাই কথা, কিছু বলতে পারব না! গ্রামবাসীরা আতঙ্কিত কিছু বললেই বাড়ি ঘিরে নেবে তারপর দরজা বন্ধ করে দিয়ে তেল ঢেলে আগুন ধরিয়ে…

Rampurhat Files,Rampurhat , burning, Bogtui village

নির্বাক বগটুই গ্রামের একটাই কথা, কিছু বলতে পারব না! গ্রামবাসীরা আতঙ্কিত কিছু বললেই বাড়ি ঘিরে নেবে তারপর দরজা বন্ধ করে দিয়ে তেল ঢেলে আগুন ধরিয়ে দেবে। জীবন্ত পুড়িয়ে মারবে। যেমনটা হয়েছে সোমবার রাতে। (Rampurhat Files)

অভিযোগ, বীরভূমের তৃণমূল কংগ্রেসের এক গোষ্ঠী তাদের প্রতিপক্ষদের জীবন্ত পুডিয়ে মেরেছে। আরও অভিযোগ, পরিকল্পিত গণহত্যা চলেছে রামপুরহাটের বগটুই গ্রামে। মঙ্গলবার রাতে নিহতদের দেহ গ্রামে আনে পুলিশ। হয় শেষকৃত্য-দাফন অনুষ্ঠান।

মঙ্গলবার রাত পর্যন্ত সরকারি হিসেবে দশ জন মৃত। গ্রামবাসীরা বলছেন ১২ জন। বাকি দু জনের খোঁজ নেই জেলা প্রশাসনের কাছে। পুরো বগটুই গ্রামে পুলিশি নিরাপত্তা।  ভীত গ্রামবাসীরা শুধু বলছেন, পুলিশ সবদিন থাকবে না। কদিন পর আর কেউ আসবে না। তখন কী হবে? পুড়ে মরতে কে চায়!

রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল। মৃতরা সবাই টিএমসির সমর্থক।হামলাকারীদের টিএমসির লোক বলেই গোপনে দাবি করেছেন অনেকে। ফলে গণহত্যার অভিযোগে জর্জরিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

এলাকাবাসী জানাচ্ছেন সোমবার তৃণমূল কংগ্রেস নেতা ভাদু শেখকে বোমা মারে কয়েকজন। এতে মারা যায় ভাদু শেখ। রাতেই তার গ্রাম বগটুই-তে হামলা হয়। কয়েকটি বাড়িতে আগুন ধরানো হয়। মঙ্গলবার সকালে গ্রাম থেকে দশ জনের পোড়া দেহ বের করে পুলিশ। মৃতদের মধ্যে শিশু ও কয়েকজন মহিলা। পরে রামপুরহাট হাসপাতালে মৃতদেহগুলি শনাক্ত করা হয়।

রামপুরহাটের ঘটনায় শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল বলে দাবি করেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তার এই মন্তব্যের পর আরও বিতর্কে জড়ায় টিএমসি।

বগটু়ই গ্রামের পরিস্থিতি ভয়াবহ। পরে বিধানসভায় বিবৃতি দেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিলি বলেন ষড়যন্ত্র চলছে। বিরোধী দল বিজেপি রাজ্যে অনিরাপদ বলে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছে। সিপিআইএম বলেছে, বিরোধী শূন্য করতে গিয়েই তৃণমূল এখন তৃণমূলকেই শূন্য করতে নেমেছে।