বিধানসভা ভোট পরবর্তী হিংসার তদন্তে একের পর এক তৃণমূল কংগ্রেস বিধায়ককে (TMC MLA) জেরা করতে ডাকছে সিবিআই (CBI)। জেরা হয়েছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)। এবার তাঁর ঘনিষ্ঠ লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহকে তলব করল সিবিআই।
ইলামবাজারের বিজেপি কর্মী গৌরব সকার খুনের ঘটনায় লাভপুরের বিধায়ককে পশ্চিম বর্ধমানের দূর্গাপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। এখানেই জেরা হয়েছে পূর্ব বর্ধমানের বর্ধমান দক্ষিণ কেন্দ্রের টিএমসি বিধায়ক খোকন দাসের। তিনি দশ মিনিটের জেরা সামলে জানান, যা বলার ছিল সব বলে এসেছি। বিজেপি কর্মী খুনের দিন তৃ়নমূলেপ জয় নিয়ে অনুব্রত মণ্ডলকে শুভেচ্ছা জানিয়ে ছিলাম। ওই দিন কারা কারা কেন ফোন করেছিল তা খতিয়ে দেখছে সিবিআই।
এদিকে গৌরব খুনের ঘটনায় সিবিআই সাক্ষীদের বয়ানের ভিত্তিতে পরপর ডাক পাঠাচ্ছে টিএমসি নেতাদের।অভিযোগ, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ, তাঁর পরামর্শে ইলামবাজারে বিজেপি কর্মীকে খুন করা হয়েছে।
বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত অভিজিৎ সিংহ। তিনি জেলা তৃণমূলের সহ-সভাপতি পদে রয়েছেন তিনি। সিবিআই সূত্রে খবর, বিজেপি কর্মী গৌরব সরকার খুনের ঘটনায় একাধিক সাক্ষীদের বয়ানে তাঁর নাম উঠে এসেছে। তাই তদন্তের স্বার্থে তাঁকে তলব করেছে সিবিআই।
উল্লেখ্য, এর আগে অনুব্রত মণ্ডলকে একই মামলায় গত ৬ মাস ধরে ৫ বার তলব করে সিবিআই। বৃহস্পতিবার তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন। তিনি। যদিও এই মামলায় আগেই রক্ষাকবচ পেয়েছেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি।