কেষ্টর বোলপুরের বাড়িতে যাচ্ছে CBI, গ্রেফতার?

ফিসচুলা সহ দেহে একাধিক সমস্যা থাকলেও তাঁকে ভর্তি নেয়নি এসএসকেএম৷ তাই সোমবার বোলপুরের বাড়িতে ফিরেছেন অনুব্রত মণ্ডল। এত সহজে অনুব্রতকে ছাড় দিতে নারাজ সিবিআই৷ বুধবার…

ফিসচুলা সহ দেহে একাধিক সমস্যা থাকলেও তাঁকে ভর্তি নেয়নি এসএসকেএম৷ তাই সোমবার বোলপুরের বাড়িতে ফিরেছেন অনুব্রত মণ্ডল। এত সহজে অনুব্রতকে ছাড় দিতে নারাজ সিবিআই৷ বুধবার ফের তলব করা হয়েছে তাঁকে। সিবিআই সূত্রে খবর, ইতিমধ্যেই অনুব্রতকে ইমেইল মারফত জানিয়ে দেওয়া হয়েছে কেষ্টর বোলপুরের বাড়িতে যাবে CBI

গোরু পাচার মামলায় সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের৷ কিন্তু সিবিআইয়ের হাজিরা এড়িয়ে এসএসকেএমে যান অনুব্রত৷ কিন্তু চিকিৎসকরা দেখে বলেন অনুব্রতকে ভর্তির প্রয়োজন নেই৷ তাই দুপুর বেলায় ফিরে যান চিনার পার্কের ফ্ল্যাটে। আর সিজিও কমপ্লেক্সে যাননি৷ চিনার পার্কের ফ্ল্যাট থেকে সন্ধ্যে বেলায় বেরিয়ে পড়েন অনুব্রত৷ গন্তব্য, বোলপুরের বাসভবন। এর পরেই চিনার পার্কের ফ্ল্যাটে যায় সিবিআইয়ের আধিকারিকরা। মঙ্গলবার সকালেই ফের গোরু পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে অনুব্রতকে।

উল্লেখ্য, সোমবারই গোরু পাচার মামলায় নতুন চার্জশিট জমা দিয়েছে সিবিআই৷ সেখানে নাম রয়েছে অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের৷ সিবিআই সূত্রে খবর, ৬০ ধরে সিবিআই হেফাজতে থাকা সায়গল হোসেনকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পেয়েছে সিবিআই। সেই সমস্ত তথ্য প্রমাণ সামনে রেখেই অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।